পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toto driver's honesty : মানিব্যাগ ভর্তি টাকা পেয়েও ফিরিয়ে দিলেন টোটোচালক - Toto driver

অন্যের টাকা নেওয়ার পরিবর্তে নিজের কাজ ফেলে টোটোচালক মানিব্যাগ নিয়ে ছুটে যান থানায়। সেখানে পুলিশ অফিসারদের বিষয়টি জানান ৷ তারপর টাকা ভর্তি মানিব্যাগ তুলে দেন পুলিশের হাতে ৷

Money Back
মানিব্যাগ ভর্তি টাকা পেয়েও ফিরিয়ে দিলেন টোটোচালক

By

Published : Sep 13, 2021, 9:38 PM IST

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর : স্ত্রী'র চিকিৎসার জন্য প্রয়োজন অর্থের ৷ টোটো চালিয়ে অল্প কয়েকদিনে যা উপার্জন করা প্রায় অসম্ভব ৷ তবুও 11 হাজার টাকা হাতে পেয়েও তা ফিরিয়ে দিলেন টোটোচালক নেপাল বিশ্বাস ৷ কারণ কুড়িয়ে পাওয়া অর্থ যে তাঁর উপার্জনের নয় ৷ যা অন্যের তাতে তাঁর লোভ নেই ৷ টোটোচালকের এই সততায় মুগ্ধ পুলিশ কর্তারাও ৷

স্ত্রী'র চিকিৎসার জন্য টাকার দরকার হলেও অন্যের টাকার প্রতি আমার লোভ নেই, মানিব্যাগ ভর্তি টাকা পেয়ে তাই কোতোয়ালি থানার জমা করে দিয়েছি ৷ এমনই জানান, জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভাবাড়ির বাসিন্দা পেশায় টোটোচালক নেপাল বিশ্বাস। প্রতিদিনের মত সোমবার টোটো নিয়ে বেরিয়েছিলেন তিনি। কদমতলা বাসস্টান্ডে আসার পর দেখতে পান, রাস্তায় পড়ে রয়েছে একটা মানিব্যাগ। তা কুড়িয়ে দেখেন মানিব্যাগে রয়েছে 11 হাজার 800 টাকা ৷ এছাড়াও ছিল প্যান ও আধার কার্ড। আধার কার্ডে নাম রয়েছে জীতেন্দ্র মণ্ডল ৷ যার বাড়ি বিহারে ৷

আরও পড়ুন :বিয়ের নামে প্রতারণা, ছয় পত্নীর স্বামীর ঠাঁই শ্রীঘরে

এই টাকা নিয়ে স্ত্রী'র জন্য হাসপাতালের খরচ মেটাতে পারতেন ৷ কিন্তু অন্যের টাকা নেওয়ার পরিবর্তে নিজের কাজ ফেলে টোটোচালক ওই মানিব্যাগ নিয়ে ছুটে যান থানায়। সেখানে পুলিশ অফিসারদের বিষয়টি জানান। তারপর সেই টাকা ভর্তি মানিব্যাগ পুলিশের হাতে তুলে দিয়ে ফের নিজের টোটোচালানোর কাজ শুরু করেন নেপালবাবু ৷ টোটোচালকের সততায় মুগ্ধ হয়ে পুলিশ কর্তারা সকলেই ধন্যবাদ জানান।

কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের হাতে টাকা ভর্তি মানিব্যাগ তুলে দেওযার পর নেপাল বিশ্বাস জানান ,"আমি গরিব মানুষ। আমারও টাকার দরকার ছিল। আমার স্ত্রী গর্ভবতী। আমি ইচ্ছে করলেই টাকা নিয়ে নিতে পারতাম। কিন্তু অন্যের টাকা দিয়ে নিজের ভাল হবে না। এই কারণে থানায় জমা করে দিলাম টাকা ভর্তি মানিব্যাগ।" কষ্ট করে রোজগার করে টাকা জোগাড় করব বলেও সাফ জানান নেপালবাবু ।

ABOUT THE AUTHOR

...view details