শিলিগুড়ি, 28 অগস্ট : ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বুক চিরে পথ চলা শুরু হল টুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডোমের । বন্যপ্রাণী, ঘন জঙ্গল, বিস্তীর্ণ চা বাগান দেখার আনন্দ দিতে পর্যটকদের জন্য ওই ট্রেনে থাকছে কাচে মোড়ানো ভিস্তাডোম কামরা । আজ সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ওই পর্যটকদের জন্য টুরিস্ট স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা । উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্রকুমার চৌধুরী, আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যরা ।
উদ্বোধনের দিনে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ট্রেনের । উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার চৌধুরী বলেন, "প্রথম দিনে এই টুরিস্ট স্পেশ্যাল ট্রেনটির দারুণ সাড়া মিলেছে । আগামী তিনটে যাত্রার টিকিট এখনই শেষ হয়ে গিয়েছে। চাহিদা যদি এরকমই থাকে তবে আগামীতে ভিস্তাডোম কামরা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।"
আরও পড়ুন : Protest In Darjeeling : হেরিটেজ টয়ট্রেনকে বেসরকারিকরণের প্রতিবাদে 11টি রেল স্টেশনে বিক্ষোভ