পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুজব রুখতে মাইক হাতে রাস্তায় পুলিশ, গণপিটুনি চলছেই - Thief

ছেলেধরা গুজবে একের পর এক গণধোলাইয়ের ঘটনা ঘটছে ৷ তাই সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে এবার উদ্যোগী হল জেলা পুলিশ প্রশাসন ।

প্রচার চালাচ্ছে পুলিশ

By

Published : Jul 24, 2019, 8:23 PM IST

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 24 জুলাই : ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা অব্যাহত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । ইতিমধ্যে গণধোলাইয়ের ফলে মৃত্যু হয়েছে একজনের, জখম অনেকে । ছেলেধরা গুজবে সচেতেনতা বাড়াতে এবার আসরে নামল জেলা পুলিশ প্রশাসন । পুলিশ-প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ভাবে সচেতন করে তোলার চেষ্টা শুরু হয়েছে ।

সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ ওঠে । সম্প্রতি নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে এক মূক-বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটে । তবে ছেলেধরা বা বাচ্চা চুরির কোনও ঘটনা এলাকায় না ঘটলেও কেন এই গুজব? উঠছে প্রশ্ন । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ধরনের গুজব চা বাগানের খেটে খাওয়া স্বল্প শিক্ষিত মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে । এই কাজ করছে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত কিছু লোক । যারা এভাবে পুলিশকে ব্যস্ত রেখে নিজেদের কাজ হাসিল করতে চাইছে । এই জাতীয় অপপ্রচার রুখতে এবার আসরে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর :ছেলেধরা সন্দেহে সাতজনকে গণপিটুনি, পরিচয়পত্র দেখিয়েও মিলল না ছাড়

তদন্ত শুরু হয়েছে গুজবের উৎস এবং তা ছড়িয়ে পড়ার মাধ্যম নিয়ে । ইতিমধ্যে জেলাজুড়ে পুলিশ ও ব্লক প্রশাসনের তরফে মাইকে ঘোষণার পাশাপাশি শিবিরের মাধ্যমে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে ৷ মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের খোঁজে পুলিশ নেমেছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ, কেউ অযথা এইভাবে গুজব কান দিয়ে উত্তেজনা তৈরি করবেন না । তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । কোনও ব্যক্তিকে ঘিরে সন্দেহ তৈরি হলে পুলিশকে জানান । কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে ।

এই সংক্রান্ত আরও খবর :ছেলেধরা সন্দেহে গণপিটুনি; মারধর পুলিশকেও

গত কয়েকদিনে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনা

  • 16 জুন কালচিনির পাটকাপাড়ায় প্রহৃত হন এক ওষুধ বিক্রেতা । তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ
  • 19 জুন গণপিটুনির ঘটনা ঘটে কালচিনির রায়মাটাংয় । আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ
  • 8 জুলাই কালচিনির দলসিংপাড়ায় ছেলেধরা গুজবে বেধড়ক মারা হয় এক ভবঘুরেকে । উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । চলে লাঠি ও টিয়ারগ্যাস । গ্রেপ্তার হয় আট জন
  • 13 জুলাই ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে । আক্রান্ত হয় পুলিশ। গ্রেপ্তার করা হয় সাতজনকে
  • 21 জুলাই ছেলেধরা গুজবে আলিপুরদুয়ারের বাদলনগরে আক্রান্ত হন এক বৃদ্ধ
  • 22 জুলাই সকালে আলিপুরদুয়ারের ভোলারডাবরি এলাকায় এক ভিন রাজ্যের কুলিকে ছেলেধরা গুজবে মারধর করে উত্তেজিত জনতা
  • 22 জুলাই জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুখানিবস্তী এলাকায় ছেলেধরা গুজবে পিটিয়ে মারা হয় এক বহুরূপীকে
  • 22 জুলাই আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও স্টেশনে ছেলেধরা গুজবে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে GRP
  • 23 জুলাই ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের বর্ডার লাইন এলাকায় এক মূক-বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের অভিযোগ ওঠে । তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন দুই পুলিশ অফিসার । আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা মাল হাসপাতালে চিকিৎসাধীন
  • 24 জুলাই ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার সাত যুবক ৷ গৃহস্থালির সামগ্রী ফেরি করতে মাদারিহাটে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ছ'জন যুবক ৷ সঙ্গে ছিলেন গাড়ির চালক । সেখানে তাঁদের মারধর করা হয়

এই সংক্রান্ত আরও খবর :নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে মাথা থেঁতলে খুন

ABOUT THE AUTHOR

...view details