জলপাইগুড়ি, 27 এপ্রিল : জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমণ রুখতে জলপাইগুড়ির তিস্তা নদীর বেডে অবৈধ নির্মাণ, ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । এদিন এই রায় দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ।
এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অতিরিক্ত সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানান, সার্কিট বেঞ্চের বিচারক রাজর্ষি ভরদ্বাজ একটি স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছিলেন । তাতে আজ রায়দান হয় । বিচারপতি বলেছেন, জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর বেডে অবৈধ নির্মাণে প্রতিদিন প্রায় 500 যুবক-যুবতীর ভিড় হচ্ছে । করোনা সংক্রমণ রুখতে এই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি এবং যাতে ভিড় কম হয়, তা দেখার জন্য জলপাইগুড়ির জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দিয়েছেন বিচারপতি । পাশাপাশি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আগামিকালের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান অদিতিশঙ্কর ।
সংক্রমণ এড়াতে তিস্তার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল সার্কিট বেঞ্চ - তিস্তার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল জলাইগুড়ি আদালত
এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অতিরিক্ত সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানান, সার্কিট বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ একটি স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছিলেন । তাতে আজ রায়দান হয় ।
তিস্তার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল জলাইগুড়ি আদালত
আরও পড়ুন : শেষ দফাতে কমিশনকে করোনাবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিল হাইকোর্ট
অদিতিশঙ্কর চক্রবর্তী আরও জানান, জেলাশাসকের দপ্তর সংলগ্ন জুবলি পার্কে বিচারপতিদের আবাসন রয়েছে । প্রতিদিন সন্ধ্যায় এই জুবলি পার্ক সংলগ্ন তিস্তার বাঁধে ও তিস্তার রিভার বেডে অবৈধ ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে প্রচুর ভিড় হচ্ছে । বিচারপতিদের আবাসনের চারপাশে প্রচুর মানুষজন বসেন । এর ফলে করোনা সংক্রমণ হতে পারে ৷ তাই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি ।