পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recommendation Letter for Primary Recruitment: তৃণমূল নেতার লেটারহেড প্যাডে প্রাইমারি চাকরির সুপারিশ ! সত্যতা মানতে নারাজ শাসকদল - মহুয়া গোপ

জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মহুয়া গোপের লেটার হেডে তিনজনের নাম ও রোল নম্বর দিয়ে ফর প্রাইমারি অর্থাৎ প্রাথমিকে চাকরি প্রার্থীদের সুপারিশ পত্র প্রকাশ্যে এল (Mahua Gope Letterhead Pad of Recommendation Letter of Job Aspirants)। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চিঠি ।

Recommendation Letter
তৃণমূলের কার্যকরী সভাপতির লেটারহেড প্যাডে চাকরি প্রার্থীদের সুপারিশ পত্র প্রকাশ্যে এল

By

Published : Jul 28, 2022, 7:35 AM IST

Updated : Jul 28, 2022, 7:58 AM IST

জলপাইগুড়ি, 28 জুলাই: 'ফর প্রাইমারি' । তিনজনের নাম, রোল নম্বর আর কবে কখন কোন টেবিলে মৌখিক পরীক্ষা, এইসব তথ্য লেখা শাসক দলের তৎকালীন ব্লক কার্যকরী সভাপতির লেটারহেড প্যাডে ! চাকরি প্রার্থীদের এরকম সুপারিশ পত্রই আবার প্রকাশ্যে এল (Mahua Gope Letterhead Pad of Recommendation Letter of Job Aspirants)। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চিঠি । যদিও ফেক লেটার প্যাড বলে সাফাই দিয়েছেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ । ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । চিঠির উপরে লেটারহেডে লেখা রয়েছে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস । তার নীচে বাঁ দিকে কার্যকরী সভাপতি হিসেবে মহুয়া গোপের নাম, ডানদিকে নাম আরেক তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর । যদিও এই চিঠি সৌরভ চক্রবর্তীও জাল চিঠি বলে দাবি করেছেন ।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠিতে দেখা যাচ্ছে তৎকালীন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের তৎকালীন কার্যকরী সভাপতি মহুয়া গোপের লেটার হেডে তিনজনের নাম ও রোল নম্বর দিয়ে ফর প্রাইমারি অর্থাৎ প্রাথমিকের জন্য লেখা রয়েছে । তার নীচে হাতে ক্রমিক সংখ্যা অনু্যায়ী তিনজনের নাম ও রোল নম্বর লেখা । তার নিচে লেখা 'ভেনু নেম' অর্থাৎ কেন্দ্রের নাম । সেখানে লেখা ফণীন্দ্রদেব ইন্সটিটিউশন, তারিখ: 26 অক্টোবর 2016 । সময় দুপুর দুটো । তিনজনকে কোন টেবিলে মৌখিক পরীক্ষা দেবে তাও লেখা রয়েছে । চিঠির নিচে মহুয়া গোপের স্বাক্ষর ও সিল দেখা যাচ্ছে । তাতে দেখা যাচ্ছে 21 অক্টোবর 2016 তারিখে মহুয়া গোপ, কার্যকরী সভাপতি ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সিল রয়েছে ।

আরও পড়ুন :20 কোটি টাকা, 1 কোটির সোনার বাট ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও 'কুবেরের ধন'

চিঠিতে যে তারিখ লেখা রয়েছে সেই তারিখেই জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হয়েছিল বলে জানা গিয়েছে । প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দেবার পাঁচদিন আগে তিনজনের নাম, রোল নম্বর দিয়ে শাসক দলের নেত্রীর এই চিঠি কাকে দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । চিঠির তারিখ রয়েছে 21 অক্টোবর 2016 ।

2016 সালে তৃণমূল কংগ্রেসের ক্রান্তি সাংগঠনিক ব্লক কার্যকরী সভাপতি ছিলেন মহুয়া গোপ । যিনি বর্তমানে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি । মহুয়া গোপ বলেন, "আমি অত বড় নেতা হয়ে যায়নি যে কাউকে সুপারিশ পত্র দেব । অন্যদিকে আমার যদি লেটার হেডে প্যাড হয় তাহলে জেলা সভাপতির নাম কেন থাকবে । এটা একটা ষড়যন্ত্র মাত্র । আমার সই জাল করা হয়েছে । আমি পুলিশের দ্বারস্থ হব ৷"

Last Updated : Jul 28, 2022, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details