জলপাইগুড়ি, 22 অগস্ট : বিজেপি (BJP) নেতাকে রাখি (Raksha Bandhan 2021) পরিয়ে বাংলা ভাগ না-করার আর্জি যুব তৃণমূলের (TMC) । অভিনব এই দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ি (Jalpaiguri) । বিজেপি নেতার পালটা দাবি, তাঁরাও বাংলা ভাগ চান না । পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদেরও রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস । রাখি পরে আফগান নাগরিকরা বলেন, "আমরা ভারতে আছি, তাই কোনও ভয় নেই ।"
বঙ্গভঙ্গ (Partition of Bengal) রুখতে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার যে দাবি বিজেপি নেতাদের একাংশ তুলেছেন, তার প্রতিবাদ জানাতে এই রাখি বন্ধনের দিনটিকেই বেছে নিল তৃণমূল কংগ্রেস ৷ আজ সমস্ত ধর্মের মানুষদের নিয়ে জলপাইগুড়িতে একটি শোভাযাত্রা করল তৃণমূল কংগ্রেস । শোভাযাত্রার সামনে বিজেপি কর্মীদের পেয়ে তাঁদেরও রাখি পরিয়ে বাংলা ভাগ না-করার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । বিজেপি নেতা আবার বললেন, বাংলা ভাগ হবে না । বিজেপি শুধু চায় উত্তরবঙ্গের উন্নয়ন ৷ এ দিকে, জলপাইগুড়িতে থাকা আফগান নাগরিকদের রাখি পরিয়ে তাঁদের বলা হয়, বাংলায় তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন ৷
আরও পড়ুন:Raima Sen: রাখির বদলে মাস্ক, সরকারের উদ্যোগে অভিভূত রাইমা সেন