জলপাইগুড়ি, 14 ডিসেম্বর:চা শ্রমিকদের দাবিদাওয়া থেকে সমস্যাগুলি নিয়ে এবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ জলপাইগুড়ি চা শ্রমিকদের পিএফের সমস্যা (Tea Workers Problem) ডিসেম্বর মাসের মধ্যে সমাধান করতে বলা হয়েছে । আর তা যদি না-হয় তাহলে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের বাড়ি চা শ্রমিকরা ঘেরাও করে রাখবে । এমনই হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক (TMC threatens BJP to surround MLAs and MPs house) ।
আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চা শ্রমিকদের নিয়ে এদিন পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় । পাশাপাশি সমস্যার সমাধানে স্বারকলিপিও জমা দেয় তারা । চা শ্রমিকদের পিএফ তো বটেই, আগামী 31 ডিসেম্বরের মধ্যে 5 দফা দাবিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে । আর তা না-করা হলে 3 জানুয়ারি থেকে উত্তরের দুই জেলার দুই কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপির বিধায়ক এবং সাংসদদের বাড়িতে লাগাতার ধরনায় বসবে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা । মঙ্গলবার প্রভিডেন্ট ফান্ড অফিসের জলপাইগুড়ির বিভাগীয় দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ এবং স্বারকলিপি প্রদান কর্মসূচি থেকে এমনই ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।
শুধু তাই নয়, এদিনের বিক্ষোভ মঞ্চ থেকে চা শ্রমিকদের ফের মজুরি বৃদ্ধির কথা বলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক । সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর জন বার্লার নাম না-করে তাঁর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেন । পঞ্চায়েত ভোটে চা শ্রমিকদের পিএফ-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা নিয়ে সরব হয়েছে তৃণমূল । পঞ্চায়েত নির্বাচনে চা শ্রমিকদের ভোট সুনিশ্চিত করতে একাধিক দাবি নিয়ে জলপাইগুড়ির মালবাজারের এলেন বাড়ি এবং আলিপুরদুয়ারে শঙ্কোস থেকে পদ যাত্রা শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । এদিন পিএফ-এর জলপাইগুড়ি বিভাগীয় দফতরের সামনে তা সমাপ্ত হয় । দফতরের সামনের মঞ্চ বেঁধে বিক্ষোভ সমাবেশ করা ছাড়াও 6 দফা দাবিতে স্বারক লিপি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।