জলপাইগুড়ি, 15 এপ্রিল : আধাসামরিক বাহিনীর এক আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। তাঁর অভিযোগ, ওই আধিকারিক BJP নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
BJP-র সঙ্গে বৈঠক করেছেন BSF কম্যান্ডান্ট, অভিযোগ তৃণমূলের - lok sabah election
"ময়নাগুড়িতে বার্নিশ গ্রাম পঞ্চায়েতে পবন চৌহান নামে BSF-এর কম্যান্ডান্ট সহ কেন্দ্রীয় বাহিনী এসে পুঁটিমারি হাইস্কুলে স্থানীয় BJP নেতাদের সঙ্গে বৈঠক করেন।"
গতকাল সাংবাদিক বৈঠক করে সৌরভ চক্রবর্তী অভিযোগ করেন, "ময়নাগুড়িতে বার্নিশ গ্রাম পঞ্চায়েতে পবন চৌহান নামে BSF-এর কম্যান্ডান্ট সহ কেন্দ্রীয় বাহিনী এসে পুঁটিমারি হাইস্কুলে স্থানীয় BJP নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি স্থানীয় তৃণমূল নেতাদের ফোন নম্বর নেন। এরপর পঞ্চায়েত প্রধানের স্বামীকে ফোনে হুমকি দেন। এবং BJP-কে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের হুমকি দেন।"
পাশাপাশি তাঁর অভিযোগ, ওই আধিকারিক তৃণমূল নেতাদের ফোন করে বৈঠক ডাকতে বলেন। এবং সেই বৈঠকে BJP-কে ভোট দেওয়ার কথা বলতে বলেন।