পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র সঙ্গে বৈঠক করেছেন BSF কম্যান্ডান্ট, অভিযোগ তৃণমূলের

"ময়নাগুড়িতে বার্নিশ গ্রাম পঞ্চায়েতে পবন চৌহান নামে BSF-এর কম্যান্ডান্ট সহ কেন্দ্রীয় বাহিনী এসে পুঁটিমারি হাইস্কুলে স্থানীয় BJP নেতাদের সঙ্গে বৈঠক করেন।"

সৌরভ চক্রবর্তী

By

Published : Apr 15, 2019, 4:08 AM IST

জলপাইগুড়ি, 15 এপ্রিল : আধাসামরিক বাহিনীর এক আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। তাঁর অভিযোগ, ওই আধিকারিক BJP নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল সাংবাদিক বৈঠক করে সৌরভ চক্রবর্তী অভিযোগ করেন, "ময়নাগুড়িতে বার্নিশ গ্রাম পঞ্চায়েতে পবন চৌহান নামে BSF-এর কম্যান্ডান্ট সহ কেন্দ্রীয় বাহিনী এসে পুঁটিমারি হাইস্কুলে স্থানীয় BJP নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি স্থানীয় তৃণমূল নেতাদের ফোন নম্বর নেন। এরপর পঞ্চায়েত প্রধানের স্বামীকে ফোনে হুমকি দেন। এবং BJP-কে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের হুমকি দেন।"

পাশাপাশি তাঁর অভিযোগ, ওই আধিকারিক তৃণমূল নেতাদের ফোন করে বৈঠক ডাকতে বলেন। এবং সেই বৈঠকে BJP-কে ভোট দেওয়ার কথা বলতে বলেন।

ABOUT THE AUTHOR

...view details