জলপাইগুড়ি, 4 মে : কলকাতা থেকে এসে 15 মিনিটের জন্য সভামঞ্চে বক্তব্য রেখে ফের কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইএনটিটিইউসি-র কেন্দ্রীয় সভানেত্রী দোলা সেন (TMC MP Dola Sen) । কারণ, বারবার সভার আয়োজন করা হলেও তিনি সময় দিতে পারেননি । তাই আজ বুধবারও যাতে সভা বাতিল না হয়ে যায়, শ্রমিকদের মনে যাতে কোনও বিরূপ প্রভাব না পড়ে, তাই তিনি 15 মিনিটের জন্য সভায় যোগ দিলেন বলে জানিয়েছেন (TMC MP Dola Sen Attends INTTUC Convention at Jalpaiguri) ৷
বুধবার জলপাইগুড়ি শহর সংলগ্ন রানিনগর শিল্প বিকাশ কেন্দ্রে ওই শ্রমিক কনভেনশনের আয়োজন করা হয় আইএনটিটিইউসি-র বিএসএনএল শাখার পক্ষ থেকে (INTTUC Labour Convension at Jalpaiguri) ৷ সেই সভায় দোলা সেন জানান, বারবার সভায় আসতে পারছিলেন না তাই আজ এলেন । পরে সবাইকে সঙ্গে নিয়ে কমিটি গঠন করা হবে । সবাইকে নিয়ে কেন্দ্রীয় সরকারের সংস্থার বিরুদ্ধে আন্দোলন করা হবে, যাতে সংস্থার শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের হারেই মজুরি পায় ।