জলপাইগুড়ি, 18 অক্টোবর: আমলারা ও দলের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে সত্য গোপন করছেন । এমনটাই দাবি করলেন তৃণমূল নেতার । মমতা বন্দ্যোপাধ্যায় মালবাজারে থাকাকালীন মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আবেদন করলেন দলের প্রাক্তন ব্লক সভাপতি তমাল ঘোষ (TMC Leaders Facebook Post) । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জেলায় (TMC Leaders Facebook Post raises controversy) ।
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মালবাজার গ্রামীন ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি লিখেছেন, "দিদি আপনি আমাদের মায়ের মত । আজ মালবাজারে এসেছেন । আমরা ভীষণ খুশী এবং উৎসাহিত হয়েছি । আপনার কাছে আমরা ন্যায়বিচার আশা করি । আপনাকে আমাদের দলের কিছু নেতৃত্ব এবং আমলা মিথ্যা তথ্য দিয়ে প্রকৃত সত্য গোপন করছে । কারণ কিছু পরিবারকে ধমকে এবং ভয় দেখিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে । মানুষ ভয়ে মুখ খুলছে না । আপনি সত্য উদঘাটন করে যদি ব্যবস্থা গ্রহন না-করেন, তাহলে আগামিদিনে এই এলাকায় দল বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে । এর প্রভাব আসন্ন নির্বাচনেও পরবে । আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে । আপনিই পারবেন । নয়তো মানুষ একদিন এদের মুখোশ খুলে দেবে । সেদিন অনেক দেরি হয়ে যাবে । মানুষ যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করার অনুরোধ করছি ।" তমাল ঘোষের এই ফেসবুক পোস্টকে সমর্থন করেছেন সদ্য প্রাক্তন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলমও ।