পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Harassing by TMC Leader: বনধ তোলার নামে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে - প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ

জলপাইগুড়িতে স্কুলের প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে (Teacher Harassing by TMC Leader) ৷ গতকাল বনধ তোলার নাম করে প্রধান শিক্ষিকাকে গালগালি করেন বলে অভিযোগ ৷

Teacher Harassing by TMC Leader ETV BHARAT
Teacher Harassing by TMC Leader

By

Published : Mar 11, 2023, 9:57 PM IST

প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে

জলপাইগুড়ি, 11 মার্চ: স্কুলের প্রধান শিক্ষিকাকে গালাগালি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতার বিরুদ্ধে (TMC Leader Accuses of Harassing Headmistress) ৷ অভিযুক্ত শিক্ষক নেতার নাম অঞ্জন দাস ৷ এমনকি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তিনি হেনস্থার অভিযোগ দায়ের করেছেন ৷ পালটা অঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সুনীতি বালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ৷ এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক রং লেগেছে ৷ জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি অভিযোগ করেছেন, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন অঞ্জন দাস ৷

অভিযোগ উঠেছে, গতকাল বাম ছাত্র সংগঠনগুলির ডাকে হওয়া বনধ তুলতে যান শিক্ষক অঞ্জন দাস ৷ অভিযোগ বনধ তুলতে গিয়ে তিনি নাকি দাদাগিরি করেছেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ আর তার পরেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন ৷ এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস জানিয়েছেন, গতকাল বনধ থাকায় তিনি স্কুলে গিয়েছিলাম ৷ কারণ, অনেক শিক্ষিকা স্কুলে যাবেন না ৷ বাচ্চারা স্কুলে থাকবে, তাদের সঠিকভাবে পরিচালনা করার জন্য ৷ কিন্তু, বনধ সমর্থকদের সরিয়ে তিনি স্কুলে ঢুকতে পারিনি ৷

বিষয়টি প্রধান শিক্ষিকা সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করেছেন, এরই মাঝে তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা অঞ্জন দাস স্কুলে ঢুকে তাঁকে গালাগালি করতে থাকেন ৷ তিনি কেন সেখানে গিয়েছিলেন, তা প্রধান শিক্ষিকা জানেন না-বলে পুলিশে জানিয়েছেন ৷ অঞ্জন দাস পুলিশে অভিযোগ করেছেন, প্রধান শিক্ষিকা তাঁকে স্কুলে ঢুকতে বাধা দিয়েছেন ৷ কিন্তু, তিনি স্কুলের কোনও পদে নেই বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা ৷ কেবল একজন শিক্ষক নেতা হিসেবেই এলাকায় পরিচিত অঞ্জনবাবু ৷ তাই প্রধান শিক্ষিকা সুতপা দাস পালটা পুলিশে অভিযোগ দায়ের করেছেন অঞ্জন দাসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের

এই ঘটনায় বিজেপি তরফে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী অভিযোগ করেছেন, অঞ্জন দাস চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন অনেকের থেকে ৷ এমনকি স্কুলের শিক্ষক না হয়ে, কেন সেখানে গিয়েছিলেন ? সেই প্রশ্ন তুলেছেন বিজেপির জেলা সভাপতি ৷

ABOUT THE AUTHOR

...view details