জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: ডামডিমে ব্যবসা করতে এলে জুতো পেটা করার হুঁশিয়ারি ! মালবাজার গ্রামীণের তৃণমূল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন এক পাথর ব্যবসায়ী (TMC Leader Accused of Threatening A Stone Trader) ৷ সেই হুমকি সংক্রান্ত একটি অডিয়ো রেকর্ডও ওই পাথর ব্যবসায়ী সংবাদমাধ্যমকে দিয়েছেন ৷ যদিও, সেই অডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ পাথর ব্যবসায়ী শঙ্কর দাস অভিযোগ করেছেন, ডামডিমে পা রাখলে তাঁকে জুতো পেটা করার, এমনকি প্রাণে মারার হুমকি দিয়েছেন মালবাজার গ্রামীণের তৃণমূল ব্লক সভাপতি ৷ যদিও, প্রাণে মারার অভিযোগ অস্বীকার করেছেন সুশীল কুমার প্রসাদ ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, কলকাতার এক সংস্থা ডামডিম থেকে পাথর বাংলাদেশে রফতানি করে ৷ শঙ্কর দাস সেখানে দালালির কাজ করেন ৷
প্রসঙ্গত, দেড় বছর আগে ভারত-বাংলাদেশের মধ্যে মালগাড়ি চলাচল শুরু হলে, কলকাতার একটি বহুজাতিক সংস্থা রেলের মাধ্যমে বাংলাদেশে পাথর রফতানি শুরু করে ৷ জলপাইগুড়ির ডামডিম থেকে সেই পাথর মালগাড়িতে লোড করা হয় ৷ সংস্থার লোডিং এজেন্ট হলেন, শঙ্কর দাস ৷ তিনি অভিযোগ করেছেন, মালবাজার গ্রামীণের তৃণমূল ব্লক সভাপতি বাংলাদেশে সেই পাথর রফতানির ক্ষেত্রে 70 থেকে 1 লক্ষ টাকা করে কাটমানি নিচ্ছেন (Cut Money) ৷ সেই টাকা দিতে না চাওয়ায়, তাঁর কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন শঙ্কর দাস ৷ এমনকি ফোনে জুতো পেটা করার হুমকিও দিয়েছেন (TMC Leader Threats Stone Trader) ৷