জলপাইগুড়ি, 11 অগস্ট: বিধানসভার উপনির্বাচন নিয়ে দলীয় বৈঠকের শেষে শাসকদলের দুই পক্ষের চরম বাদানুবাদ । দুই গোষ্ঠীর কোন্দল রূপ নিল বিশৃঙ্খলার । তৃণমূল জেলা সাধারণ সম্পাদকের বাড়িতে বৃহস্পতিবার হামলা চালানোর অভিযোগ উঠল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান-সহ তৃণমূল কংগ্রেস নেতার অনুগামীদের বিরুদ্ধে ।
ধূপগুড়িতে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিংয়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দে-র অনুগামীদের বিরুদ্ধে । দুই পক্ষের মধ্যে চলল ব্যাপক মারপিট । পরিস্থিতি মোকাবিলা মোতায়েন বিশাল পুলিশবাহিনী-সহ র্যাফ ।
বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ির একটি বেসরকারি ভবনে আসন্ন বিধানসভা উপ-নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের বৈঠক ছিল । ব্লক ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে চলছিল বৈঠক । সেখানেই দলের জেলা সাধারণ সম্পাদক তথা পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অরূপ দে-র মধ্যে বাদানুবাদ হয় ৷ সেখানেও দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে এক প্রস্থ হাতাহাতি হয় বলে অভিযোগ ।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং তথা পৌরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঠিকঠাকভাবে পৌরসভা পরিচালনা করতে পারছে না ৷ এমনই অভিযোগ তোলেন পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দে । এরপর একাধিক বিষয় নিয়ে শুরু হয়ে যায় অরূপ দে গোষ্ঠী এবং রাজেশ কুমার সিংয়ের গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ । শেষে এক প্রস্থ হাতাহাতি হয়ে যায় সেখানে ।