জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার ঘটনাস্থান জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি এলাকা ৷ তৃণমূলের জেলা সভাপতি কিষাণ কল্যাণীর বিরুদ্ধে পোস্টার লাগিয়ে ক্ষোভপ্রকাশ করলেন দলের অন্য নেতা-কর্মীরা ৷
কিষাণ কল্যাণী দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল জলপাইগুড়িতে একটি বৈঠক করেন তিনি ৷ অভিযোগ, সেখানে শুধু পুরোনো কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে ডাকা হয়েছিল । এর প্রতিবাদে গতকাল ওদলাবাড়িতে "কিষাণ কল্যাণী গো ব্যাক" পোস্টার লাগানো হয় ৷ সেখানে দীর্ঘদিনের তৃণমূল সদস্য, অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে নিয়ে বৈঠক করেন মালবাজার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তমাল ঘোষ এবং চা শ্রমিক ইউনিয়নের নেতা তথা মালবাজার পৌরসভার কাউন্সিলর পুলিন গোলদার।
পুলিনবাবু বলেন , "কিষাণ কল্যাণী চা বাগানের মালিক ৷ অথচ চা বাগানের শ্রমিকরা আজ তাঁর চা বাগানের সামনে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাছে ৷ ওরাই জীবনের ঝুঁকি নিয়ে বামপন্থীদের সঙ্গে লড়াই করে তৃণমূলের ভিত মজবুত করেছেন ৷ তিনি তাঁদেরই ঠকাচ্ছেন । এটা হতে পারে না । পাশাপাশি তিনি যাঁদের নিয়ে আজ বৈঠক করছেন তাঁরা একসময় BJP-র হয়ে কাজ করত । তিনি তাঁদেরকে নিয়ে চলতে চাইছেন ৷
তমাল ঘোষ বলেন, "জেলা সভাপতি নিজের পুরোনো লোকদের নিয়ে বৈঠক করছেন । অথচ যাঁরা এখানে দলকে মজবুত করেছেন তাঁদের আমন্ত্রণ জানাননি । আমরা এই ঘটনার প্রতিবাদ করছি । আগামী 15 দিনের মধ্যে ওনাকে এই এলাকায় এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে হবে । তা না হলে আগামী দিনে আমরা দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবেই এগিয়ে নিয়ে যাব কিন্তু কোনও সভাপতিকে মানব না । "
এই নিয়ে কিষাণ কল্যাণী বলেন, "দলের মধ্যে কোনও ক্ষোভ নেই । সবাই আমাকে পছন্দ করে না ।"