জলপাইগুড়ি, 10 অগস্ট: অপহৃত বিজেপি প্রার্থীকে প্রধান করল তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের আসার পুরস্কার পেলেন অপহৃত পূর্ণিমা রায়। 12 জন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পূর্ণিমা রায়কে সমর্থন করেন। অভিযোগ, ওই বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়কে তৃণমূল কংগ্রেস অপহরণ করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ গতকাল সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের সামনে পূর্ণিমা রায়কে হাজির করে। পূর্ণিমা রায় আদালতের সামনে দাঁড়িয়ে বলেন তাঁকে কেউ অপহরণ করেনি। আজ, বৃহস্পতিবার বেলাকোবা গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। পূর্ণিমা রায়কে আজই প্রধান হিসেবে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।
বেলাকোবা গ্রামপঞ্চায়েতের 29টি আসনের মধ্যে 15 জন বিজেপি, 12 জন তৃণমূল কংগ্রেস ও 2জন নির্দল প্রার্থী জয়ী হন। তৃণমূল কংগ্রেসে দুই নির্দল প্রার্থী ও একজন প্রার্থী (অপহৃত পূর্ণিমা) বিজেপিতে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করেন। অভিযোগ ছিল, গত 31 জুলাই থেকে বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ছিল। প্রার্থীর ছেলে কোতোয়ালি থানার পুলিশের কাছে অপহরণের অভিযোগের পরেও কোন খোঁজ পাননি।