পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Factionalism in Jalpaiguri : আইএনটিটিইউসি'র ব্লক সভাপতিকে খুনের হুমকি ঘিরে জলপাইগুড়িতে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে - TMC Factionalism in Jalpaiguri

আইএনটিটিইউসি-এর সদর ব্লকের সভাপতি পূর্ণব্রত মিত্রকে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়াল কৃষ্ণ দাসের । টোটো সংগঠনের জলপাইগুড়ি ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র ওরফে ডাব্বু ও তাঁর পরিবারকে কিছু দুষ্কৃতী খুনের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে । অভিযোগের তীর তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে (TMC Factionalism in Jalpaiguri) ।

Jalpaiguri TMC Inner Clash
জলপাইগুড়িতে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

By

Published : May 8, 2022, 2:12 PM IST

জলপাইগুড়ি, 8 মে : আইএনটিটিইউসি (INTTUC) এর জেলা সভাপতি রাজেশ লাকড়ার সঙ্গে এবার সরাসরি কোন্দল বাঁধল দলের নেতা তথা এসজিডিএ (SJDA)- এর সদস্য কৃষ্ণ দাসের । প্রসঙ্গত, আইএনটিটিইউসি-এর সদর ব্লকের সভাপতি পূর্ণব্রত মিত্রকে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়াল কৃষ্ণ দাসের । টোটো সংগঠনের জলপাইগুড়ি ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র ওরফে ডাব্বু ও তাঁর পরিবারকে কিছু দুষ্কৃতী খুনের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে । অভিযোগের তীর তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে (TMC Factionalism in Jalpaiguri over death threat to INTTUC block president)।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সামিল হন টোটো সংগঠনের সঙ্গে যুক্ত টোটো চালকরা । আইএনটিটিইউসি-এর জেলা সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে কোতোয়ালি থানায় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । পূর্ণব্রত মিত্র অভিযোগ করেন, "বৃহস্পতিবার গভীর রাতে আমাকে প্রথমে ফোন করে, পরে বাড়িতে গিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী ।" তিনি আরও বলেন, "বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ দাসের অনুগামী বলে পরিচয় দিয়েছিল দুষ্কৃতীরা (TMC Factionalism in Jalpaiguri)।"

আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া বলেন," কৃষ্ণ দাস গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বেড়ান । তিনি আইএনটিটিইউসি-এর নেতাকে হুমকি দিচ্ছেন এরকম হতে পারে না । জলপাইগুড়ি জেলা ও শহরে কৃষ্ণ দাস তাঁর বাহিনী নিয়ে হুমকি দিচ্ছে বলে আমি শুনেছি । এটা মেনে নেওয়া যায় না । তাঁকে গ্রেফতারের দাবি আমরা থানায় করেছি । এই ধরণের রাজনীতি আমরা করি না । এই কারণে অভিযুক্তের অতিশীঘ্রই গ্রেফতার করতে হবে ।"

জলপাইগুড়িতে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

এদিকে বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, "আমার নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, তবে প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করবে । আমি কাউকে কোনও হুমকি দিইনি । কিন্তু না জেনে আমার নামে যে ভাষায় কথা বলেছেন আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া, আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব । মানহানির মামলার পাশপাশি জেলা ও রাজ্যের নেতৃত্বকে জানাব । আর রাজেশ লাকড়া যেভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছে তাতে ধিক্কার জানাই ।"

আরও পড়ুন :'Maa Puja' on Mother's Day : মাতৃদিবস উপলক্ষে 'মা পুজো'র আয়োজন ধূপগুড়িতে

কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details