পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC on Panchayat Elections: পঞ্চায়েতে জলপাইগুড়িতে প্রার্থী দিতে পারবে না বিজেপি, দাবি তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস (TMC) ৷ সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন জেলা সভাপতি মহুয়া গোপ (Mahua Gope) । তিনি দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে প্রার্থী দিতে পারবে না বিজেপি (BJP) ৷ সুষ্ঠভাবে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে ৷

TMC on Panchayat Elections
TMC on Panchayat Elections

By

Published : Nov 21, 2022, 10:14 AM IST

জলপাইগুড়ি, 21 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) জলপাইগুড়ি জেলায় প্রার্থী দিতে পারবে না বিজেপি (BJP) । এমনটাই দাবি করলেন জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি মহুয়া গোপ (Mahua Gope) । পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, বিজেপি সবাই মনোনয়ন জমা করুক এটাই চান তিনি । তিনি মনে করেন আগের মতো অশান্তির নির্বাচন হবে না । এবার সুষ্ঠভাবে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে বলে দাবি মহুয়া গোপের ।

পঞ্চায়েত নির্বাচনের আগে ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস (TMC announces block and zone committee) । এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের লাটাগুড়ি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি মহুয়া গোপ । দীর্ঘ দেড় বছর পর জলপাইগুড়ি জেলায় ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করা হল । পঞ্চায়েত ভোটে যাতে গ্রাম পঞ্চায়েতের স্তরে কোনওভাবেই সংগঠনের ক্ষতি না হয় সেদিকে হাটল জেলা তৃণমূল কংগ্রেস ।

ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস

ব্লক বা অঞ্চল কমিটি ঘোষণার আগে যারা অঞ্চলের সভাপতির পদে ছিলেন তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে । পাশাপাশি যেখানে অঞ্চল সভাপতি পালটে দেওয়া হয়েছে সেখানে সহ-সভাপতি পদে ওই ব্যক্তিকে বসানো হয়েছে । নতুন কাউকে দায়িত্ব দিলে তিনি নতুন করে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সমস্যায় পরতে পারেন, তাই এই সিদ্ধান্তে হাঁটল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি । মহুয়া গোপ বলেন, "দলের সার্ভে-সহ ব্লক সভাপতিদের পাঠানো লিস্ট, সব কিছু দেখে আমরা অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেছি । তবে সবাই সভাপতি হতে পারে না । একজনই হয় । আমরা সবাইকে নিয়েই কাজ করব ।"

আরও পড়ুন:ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ লকেটের

তিনি আরও বলেন, "জেলায় 80টি গ্রাম পঞ্চায়েতের কেবলমাত্র একজন অঞ্চল সভাপতি, মহিলাকে করা হয়েছে ৷ জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ অঞ্চলের অর্পিতা চৌধুরীকে সভাপতি করা হয়েছে । তিনি বিজেপির জেলা সভাপতির পরিবারকে ওই অঞ্চলে নির্বাচনে হারিয়েছিলেন ।" এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, আইনজীবী সেলের সভাপতি গৌতম দাস-সহ উত্তরা বর্মন ও রাজেশ লাকড়া ।

ABOUT THE AUTHOR

...view details