পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Cubs: বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল শাবকের জন্ম দিল রিকা - রয়্যাল বেঙ্গল টাইগার

Tiger Cubs in Bengal Safari: বেঙ্গল সাফারি পার্কে তিন অতিথির আগমন ৷ সাদা বাঘ কিকার বোন রিকা জন্ম দিয়েছে তিন শাবকের ৷ খুশি সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷ এই বিষয়ে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পাশাপাশি, পার্কের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন এই দিন ৷

Etv Bharat
রয়্যাল বেঙ্গল টাইগার রিকা জন্ম দিয়েছে তিন শাবকের

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:06 PM IST

Updated : Aug 26, 2023, 9:29 PM IST

বেঙ্গল সাফারি পার্কে তিন বাঘ শাবকের জন্ম

শিলিগুড়ি, 26 অগস্ট: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথিদের আগমন ৷ রয়্যাল বেঙ্গল টাইগার রিকা জন্ম দিয়েছে তিন ফুটফুটে শাবকের ৷ শনিবার ওই তিন শাবকের বিষয়ে জানান খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 19 অগস্ট বাবা বিভান ও মা রিকার কোলে এসেছে ওই তিন শাবক ৷

শনিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায়, জু অথরিটির সদস্য সচিব সৌরভ চক্রবর্তী, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) উজ্জ্বল ঘোষ ও মুখ্য বনপাল (বন্যপ্রাণ, উত্তরবঙ্গ) রাজেন্দ্র জাখর। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "শাবক তিনটে সুস্থ রয়েছে। মা রিকাও ভালো রয়েছে। আপাতত তাদের নাইট শেল্টারে মনিটরিংয়ে রাখা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে শাবক-সহ মায়ের উপর নজরদারি রাখা হয়েছে। সর্বক্ষণ চিকিৎসক পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন ৷ বিশেষ ডায়েট প্ল্যান করা হয়েছে রিকার জন্য। "

এর আগে সাফারি পার্কে সাদা বাঘ কিকা দুটি শাবকের জন্ম দিয়েছিল। ক্যানাইন ডিসটেম্পার নামে রোগে কিকা আক্রান্ত হওয়ায় তার শাবক দুটিও নানা জটিল রোগে আক্রান্ত অবস্থায় জন্ম নেয়। পরবর্তীতে শাবক দুটির মৃত্যু হয়। পাশাপাশি গর্ভবতী ছিল বোন রিকাও। পাঁচ বছরের রিকা এই প্রথমবার তিন সন্তানের জন্ম দিয়েছে। সাদা বাঘ কিকার শারীরিক অসুস্থতার পরেই বেঙ্গল সাফারি পার্কে চব্বিশ ঘন্টার জন্য একজন পশু চিকিৎসক নিয়োগ করা হয়েছে। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক থেকে সেই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক সারমেয় দিবসে 'অবলা'কে দিন বিশেষ আদর

মূলত, এদিন সাফারি পার্কের নেচার ইন্টারপ্রিটেশান সেন্টার, এম্পিথিয়েটার, পশু হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন বনমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্ক ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে ৷ ইতিমধ্যেই, চারটি সিংহ আনার ছাড়পত্র পেয়েছে বেঙ্গল সাফারি পার্ক। গিড় চিড়িয়াখানা থেকে ওই চারটি সিংহ আনা হবে। এছাড়াও ব্ল্যাক পান্থার আনার ছাড়পত্র মিলেছে। সিংহের জন্য 40 হেক্টর জমিতে এনক্লোজার তৈরি করা হয়েছে। ডিসেম্বর নাগাদ সিংহ আনার কথা রয়েছে। আরও বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল বাঘ আনা হবে। পাশাপাশি আনা হবে জেব্রা, জিরাফ । বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাফারির জন্য 23 হেক্টর জমি বাড়ানো হয়েছে। এছাড়া হুলক গিবন, সাপ ও জলচর পাখি আনা হবে। তার জন্য এনক্লোজার তৈরির কাজ শুরু হয়েছে।

Last Updated : Aug 26, 2023, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details