পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on Vande Bharat: ট্রেনে পাথর ছুড়লে হতে পারে 10 বছরের জেল, সচেতেনতা বাড়াতে আসরে রেল - জলপাইগুড়ির খবর

ট্রেনে পাথর ছোড়ার দায়ে (Attack on Vande Bharat) 10 বছরের জেল হতে পারে (Throwing stones at train)। এই বিষয়টি প্রচার করে সচেতেনতা (Jalpaiguri News) বাড়াতে চাইছে আরপিএফ ও জিআরপি (Indian Railway)৷

indian railway ETV Bharat
সচেতেনতা বাড়াতে আসরে রেল

By

Published : Jan 5, 2023, 5:12 PM IST

জলপাইগুড়ি, 5 জানুয়ারি: মালদা ও নিউ জলপাইগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের (Attack on Vande Bharat) উপর পাথর ছোড়া হয়েছে । এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর হল আরপিএফ ও জিআরপি (Throwing stones at train)৷ ট্রেনে পাথর ছোড়া শাস্তিযোগ্য অপরাধ । রেলওয়ে আইনের 152, 153, 154 ধারা অনুযায়ী এই অপরাধের জন্য 10 বছরের জেল পর্যন্ত হতে পারে । এই তথ্য জনমানসে পৌঁছে দিতে রেললাইনের পাশ্ববর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে রেল (Indian Railway)৷ রেলপুলিশ ও আরপিএফ-কে দিয়ে বিভিন্ন স্কুল ও রেললাইনের পাশে বসবাসকারী মানুষদের মধ্যে সচেতেনতা বাড়ানোর কাজ শুরু হয়েছে (Jalpaiguri News)৷

সারা দেশের পাখির চোখ এখন বন্দে ভারত এক্সপ্রেস । আর রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর পর থেকেই তার উপর একের পর এক হামলার খবর সামনে আসছে ৷ ট্রেনটিকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে পাথর । যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে রেল । প্রধানমন্ত্রীর হাত ধরে সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে মালদা ও নিউ জলপাইগুড়িতে । এর ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । বন্দে ভারত এক্সপ্রেসের উপর সতর্ক নজর রাখার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মীরা যৌথভাবে কাজ করছেন । তাঁরাই পাথর ছোড়ার ঘটনা রুখতে সচেতেনতা বাড়াবে বলে জানিয়েছেন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।

সচেতনতা শিবির রেলপুলিশের

আরও পড়ুন:'বাংলার বদনাম করতেই অপপ্রচার !' বন্দে ভারত ইস্যুতে সরব মমতা

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, রেলওয়ে আইনের 152, 153 এবং 154 নং ধারার অধীনে ট্রেনে পাথর ও অনুরূপ বস্তু ছোড়াকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নির্দেশিত করা আছে । কেউ ট্রেনের কোনও রোলিং স্টকের অংশে অথবা তার উপরে কোনও পাথর বা কিছু ছুড়লে তাতে ট্রেনের কোনও যাত্রীর নিরাপত্তা যদি বিপন্ন হয়, অথবা কিছু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির 10 বছর পর্যন্ত জেল হতে পারে ।

দুষ্কৃতীরা যাতে ট্রেন চলাচলের সুরক্ষা বিঘ্নিত করতে না পারে এবং পাথর ছোড়ার মতো ঘটনা না ঘটায়, সে জন্য স্পর্শকাতর থানাগুলির পার্শ্ববর্তী এলাকার স্কুল ও গ্রামাঞ্চলে আরপিএফ ও জিআরপি সচেতনতা শিবির করবে ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষ ও যাত্রীদের প্রতি আবেদন করা হয়েছে যে, ট্রেনের উপর কোনও পাথর ছোড়া বা ক্ষতির চেষ্টার ঘটনা ঘটলে তাঁরা টোল ফ্রি হেল্পলাইন নম্বরে (139) ফোন করে ঘটনা সম্পর্কে রেলকে জানাতে পারবেন ।

ABOUT THE AUTHOR

...view details