জলপাইগুড়ি, 5 জানুয়ারি: মালদা ও নিউ জলপাইগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের (Attack on Vande Bharat) উপর পাথর ছোড়া হয়েছে । এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর হল আরপিএফ ও জিআরপি (Throwing stones at train)৷ ট্রেনে পাথর ছোড়া শাস্তিযোগ্য অপরাধ । রেলওয়ে আইনের 152, 153, 154 ধারা অনুযায়ী এই অপরাধের জন্য 10 বছরের জেল পর্যন্ত হতে পারে । এই তথ্য জনমানসে পৌঁছে দিতে রেললাইনের পাশ্ববর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে রেল (Indian Railway)৷ রেলপুলিশ ও আরপিএফ-কে দিয়ে বিভিন্ন স্কুল ও রেললাইনের পাশে বসবাসকারী মানুষদের মধ্যে সচেতেনতা বাড়ানোর কাজ শুরু হয়েছে (Jalpaiguri News)৷
সারা দেশের পাখির চোখ এখন বন্দে ভারত এক্সপ্রেস । আর রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর পর থেকেই তার উপর একের পর এক হামলার খবর সামনে আসছে ৷ ট্রেনটিকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে পাথর । যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে রেল । প্রধানমন্ত্রীর হাত ধরে সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে মালদা ও নিউ জলপাইগুড়িতে । এর ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । বন্দে ভারত এক্সপ্রেসের উপর সতর্ক নজর রাখার জন্য রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মীরা যৌথভাবে কাজ করছেন । তাঁরাই পাথর ছোড়ার ঘটনা রুখতে সচেতেনতা বাড়াবে বলে জানিয়েছেন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।
আরও পড়ুন:'বাংলার বদনাম করতেই অপপ্রচার !' বন্দে ভারত ইস্যুতে সরব মমতা