পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tokay Gecko Recovered: বাংলাদেশ থেকে এনে মোজায় করে তক্ষক পাচারের ছক বানচাল, গ্রেফতার 2

Tokay Gecko Smuggling: বাংলাদেশ থেকে এনে মোজায় করে তক্ষক পাচার করা হচ্ছিল জলপাইগুড়িতে ৷ বন দফতরের অভিযানে গ্রেফতার দুই পাচারকারী ৷

Tokay Gecko
তক্ষক

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 5:36 PM IST

মোজায় করে তক্ষক পাচারের ছক বানচাল

শিলিগুড়ি, 23 অক্টোবর: অভিনব কায়দায় তক্ষক পাচার ! এবার পায়ের মোজাতে করে তক্ষক পাচারের ছক কষেছিল পাচারকারীরা । কিন্তু তাদের সেই পরিকল্পনা অভিযান চালিয়ে বানচাল করে দিল বনদফতর । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার শিলিগুড়িতে ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি তক্ষক-সহ দু'জন পাচারকারীকে গ্রেফতার করল বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাচারকারীদের ধরতে জলপাইগুড়ি জেলার সদর ব্লকে রবিবার রাতে ক্রেতা সেজে বসেছিলেন বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক-সহ তাঁর দল । পরিকল্পনামাফিক একটি বুলেট করে তিন পাচারকারী তক্ষকগুলি নিয়ে আসে । সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালালে মোজা থেকে তিনটি তক্ষক উদ্ধার হয় । ওই তক্ষকগুলি 9 লক্ষ টাকার বিনিময়ে বিক্রির উদ্দেশ্য ছিল পাচারকারীদের বলে জানা গিয়েছে ।

যদিও এই অভিযানের সময় ঘটনাস্থল থেকে এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয় । অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে মোটরবাইকটিও । প্রাথমিকভাবে পাচারকারীদের জেরা করে জানা গিয়েছে, তিনটি তক্ষক বাংলাদেশের এক জঙ্গল থেকে মালদা হয়ে জলপাইগুড়ি সদর ব্লকে নিয়ে আসা হয়েছিল । সেখানে বিক্রি না হলে নেপাল হয়ে চিনে পাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের ।

আরও পড়ুন:নেপালে পাচারের আগেই তিনটি তক্ষক-সহ গ্রেফতার 3

ধৃত দুই পাচারকারীর নাম শেখ আমিন ও এমএ শেখ । শেখ আমিন কোচবিহারের বাসিন্দা ও অন্যজন জলপাইগুড়ির বাসিন্দা । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে বনদফতর । ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । তক্ষকের মূলত চিনের কালোবাজারে বেশ চাহিদা রয়েছে । যে কারণে নেপাল হয়ে চিনে তক্ষক পাচারের পরিকল্পনা করে থাকে পাচারকারীরা বলে সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details