জলপাইগুড়ি, 28 সেপ্টেম্বর:রাতের অন্ধকারে জঙ্গল থেকে বন্দুক-সমেত তিন ব্যক্তিকে চোরাশিকারী সন্দেহে গ্রেফতার করল বনদফতরের আধিকারিকরা (Three persons with guns arrested on suspicion of poaching) । ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি বনাঞ্চল বিট এলাকার এই ঘটনায় ধৃতদের থেকে লাইসেন্স প্রাপ্ত একটি বন্ধুক ও 8টি কার্তুজ পাওয়া গিয়েছে ।
অভিযোগ, বন্যপ্রাণী শিকারের চেষ্টাতেই ওই তিনজন গধেয়ার কুঠি বিট সংলগ্ন জঙ্গলে ঢুকেছিল । এমনকী জঙ্গলে এক রাউন্ড গুলিও চালানো হয়েছে । ধৃতদের মধ্যে মোহনলাল ওরাওঁ স্বীকার করে নিয়েছেন তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে । কিন্তু সেটা ভুলবশত হয়েছে ।