জলপাইগুড়ি, 11 জানুয়ারি: গত 5 জানুয়ারি কাঁধে দেহ বয়ে নিয়ে যাওয়ার ঘটনায় (Jalpaiguri Body Carrying Case) জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অন্তর্গত সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তারক্ষীদের কর্তব্যে গাফিলতি ছিল ৷ তদন্ত কমিটির রিপোর্টে এমনি তথ্য উঠে এসেছে ৷ সেই রিপোর্ট আসার পরই সুপার স্পেশালিটি হাসপাতালের তিনজন নিরাপত্তাকর্মীকে শোকজ করা হয়েছে (Three Jalpaiguri Super Specialty Hospital Security Guards Show Caused on Body Carrying Incident) ৷ আজ এমনটাই জানিয়েছেন, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ৷
এদিন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ কল্যাণ খাঁ বলেন, "পাঁচজনের তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে আমার কাছে ৷ আমরা তদন্ত কমিটির কাছে সুপারিশও চেয়েছিলাম ৷ সিসিটিভি ফুটেজ থেকে সব দিক খতিয়ে দেখেছি ৷ তাতে করে আমরা দেখেছি ট্রলি করে দেহ নামানো হয়েছিল ৷ কিন্তু, সে সময় যাঁরা নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁদের ভুমিকা কী ছিল তা খতিয়ে দেখা হয়েছে ৷ দেহ বের করার সময় যাঁরা নিরাপত্তায় ছিলেন, তাঁদের একটা দায়িত্ব ছিল ৷ তাঁরা যদি একটু সচেতন হতেন, তাহলে এই ঘটনা ঘটত না ৷"
হাসপাতালের এমএসভিপি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য ৷ তিনি বলেন, "সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সামনে এই বিষয়টি তুলে ধরেছে ৷ ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না হয়, তার জন্য আমি সতর্ক থাকব ৷" তিনি আশ্বাস দিয়েছেন, এবার থেকে দেহ নিয়ে যেতে মৃতের পরিবারকে সবরকম সহায়তা করা হবে ৷ তবে, এই তদন্তের পুরোটাই সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরের ঘটনা নিয়ে হয়েছে বলে জানিয়েছেন এমএসভিপি ৷ তাই বেসরকারি সংস্থার অ্যাম্বুল্যান্সের চালক ও মৃতের পরিবারের সঙ্গে তদন্ত কমিটি কথা বলেনি ৷