পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নাগুড়িতে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে অশান্তি, আক্রান্ত 3 BJP কর্মী - BJP clash with TMC

2019-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে ৷ লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল হেরে যায় ৷ এরপর তৃণমূল সদস্যরা BJP-তে যোগদান করায় এই পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির ৷ অভিযোগ, আজ তৃণমূলের লোকজন ফের ওই পঞ্চায়েতের দখল নিতে আসে ৷ পুলিশের উপস্থিতিতে BJP কর্মীদের মারধর করে ৷

বাইকে ভাঙচুর

By

Published : Aug 13, 2019, 11:22 PM IST

ময়নাগুড়ি, 13 অগাস্ট : গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনজন BJP কর্মী ঘটনায় জখম হয়েছেন ৷ তাঁদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল ৷ কিন্তু কোনওরকম সাহায্য করেনি ৷ বরং এই হামলায় তৃণমূলকে মদত দিয়েছে ৷ ময়নাগুড়ির সাপ্টিবাড়ির ঘটনা ৷

2019-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে ৷ লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল হেরে যায় ৷ এরপর তৃণমূল সদস্যরা BJP-তে যোগদান করায় এই পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির ৷ অভিযোগ, আজ তৃণমূলের লোকজন ফের ওই পঞ্চায়েতের দখল নিতে আসে ৷ পুলিশের উপস্থিতিতে BJP কর্মীদের মারধর করে ৷ তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ 12 টি বাইক ভাঙচুর করা হয় ৷

BJP নেতা বীরেন্দ্রনাথ রায় বলেন, "আজ পুলিশকে সঙ্গে নিয়ে যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর হামাল করল তা নিন্দনীয় ৷ আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ তিনজন কর্মী জখম হয়েছেন ৷ শিবশংকর দত্তের নেতৃত্বে তাণ্ডব চালিয়েছে তৃণমূল ৷"

ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবশংকর দত্ত অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন ৷ BJP কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে ৷ আমাদের কর্মীরা জখম হয়েছে ৷"

এই বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদিকে ফোন করেন ETV ভারতের প্রতিনিধি ৷ ফোন কেটে দিয়ে ম্যাসেজ করে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলেন ৷ সেইমতো হোয়াটস অ্যাপ করে ঘটনাটি জানিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ কিন্তু তারপর থেকে আর কোনও উত্তর দেননি তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details