ধূপগুড়ি, 15 নভেম্বর: জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের উপর চাঁদার জুলুমবাজদের হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিশ । অভিযুক্তরা হলেন বিদ্যুৎ সূত্রধর, মদন সাহা ও বিশ্বজিৎ মণ্ডল । তাঁরা সকলেই আংরাভাষা সংলগ্ন এলাকার বাসিন্দা । অভিযুক্তদের বিরুদ্ধে আটটি ধারায় মামলা রুজু করা হয়েছে । বুধবার তিনজনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না জিজ্ঞাসাবাদ করা হবে ।
মঙ্গলবার রাতে বানরহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া । সেসময় রাস্তার উপর চাঁদার জুলুমবাজদের হাতে আক্রান্ত হন তিনি ৷ মাথায় গুরুতর চোট লাগে তাঁর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ । আহত অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে । হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বেশ কিছু যুবক চাঁদা তুলছিল । সেই সময় তারা গাড়ি আটকায় । প্রথমে দেহরক্ষী গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা । তখন গাড়ি থেকে নামতেই তাঁর মাথায় পাথর ছুড়ে মারে । গাড়িও ভাঙচুর করা হয় ।