পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রিজ়াইডিং অফিসারকে হুমকি, চলল গুলি - guli

তৃণমূল নেতা বান্টি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন জেলাশাসক।

বুথ এলাকায় চলল গুলি

By

Published : Apr 18, 2019, 5:34 PM IST

জলপাইগুড়ি, ১৮ এপ্রিল : জলপাইগুড়ির সতীশচন্দ্র কালিবাড়ির ১৭/২৪৩ নম্বর বুথে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল। দুষ্কৃতীরা গুলি চালানোর পাশাপাশি বুথের প্রিজ়াইডিং অফিসারকে হুমকিও দেয় বলে অভিযোগ। তৃণমূল নেতা বান্টি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন জেলাশাসক।

প্রিজ়াইডিং অফিসার ভীষ্মদেব রায় বলেন, "দেড়টা নাগাদ দুষ্কৃতীরা বুথে ঢুকে আমাদের হুমকি দেয়। থার্ড পোলিং অফিসার বৈদ্যনাথ শর্মার মোবাইল ফোন ভেঙে দেয়।" স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত সরকার বলেন, "গুলি চলেছে আমরাও শুনেছি।" ঘটনার পরে পথ অবরোধ করেন স্থানীয় গ্রামবাসী ও BJP কর্মী-সমর্থকরা। ঘটনাস্থানে যান জলপাইগুড়ির DSP প্রদীপ সরকার।

জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া বলেন, "গুলি চালানোর কোনও খবর নেই। পুলিশ বাহিনী মোতায়েন আছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details