পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Milan Mela Cancelled: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের দু'পাশে এবারও হচ্ছে না মিলন মেলা - ভারত বাংলাদেশ সীমান্ত

ভারত-বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের দু'পাশে এ বারও মিলন মেলা হচ্ছে না ৷ নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে বলে বিএসএফ আশংকা প্রকাশ করায় মেলা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে ৷

Milan Mela ETV Bharat
মিলন মেলা

By

Published : Apr 13, 2023, 9:52 AM IST

Updated : Apr 13, 2023, 1:36 PM IST

এবারও হচ্ছে না মিলন মেলা

জলপাইগুড়ি, 13 এপ্রিল: ভারত-বাংলাদেশ সীমান্তে দু দেশের মধ্যে মিলন মেলা এ বার হচ্ছে না । চৈত্র সংক্রান্তির দিনে প্রতি বছর দুই বাংলার মানুষজন কাঁটাতারের বেড়ার দুইপাশে দাঁড়িয়ে তাঁদের আত্মীয়-স্বজন-প্রিয়জনদের উপহার দিয়ে থাকেন । এই বিশেষ দিনে ভারত সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি দুই দেশের নাগরিকদের বিশেষ ছাড় দিয়ে থাকেন । কোভিড ও গত বছর বিধানসভা ভোটের জন্য এই মেলা তিন বছর ধরে বন্ধ রয়েছে । এ বছর আশা ছিল, দুই দেশের মিলন মেলা হবে ৷ কিন্তু এ বারও হচ্ছে না এই মেলা ।ফলে দুই দেশের মানুষের মনে বিষাদের সুর ।

মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জাতীয় নিরাপত্তা নিয়ে আশংকা থেকেই এই মেলার অনুমতি দেওয়া হয়নি । অন্যান্য বছরে ভারতের রাজগঞ্জ ব্লকের গাডরক, শুখানি, ভোলাপাড়া কুকুরযান এলাকায় কাঁটাতারের দুইপাশে এই মিলন মেলা হয়ে থাকে । এ পার বাংলা ও পার বাংলার আত্মীয়-স্বজনদের বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় মিলন মেলায় । এই এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার জন্য বর্তমানে নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ-এর 195 নং ব্যাটেলিয়ানের দায়িত্বে রয়েছে ।

বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে মিলন মেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, পুলিশ সুপার খাণ্ডবাহালে উমেশ গণপত, বিধায়ক খগেশ্বর রায়, বিএসএফ-এর 195 ব্যাটেলিয়ানের কমান্ডান্ট সুনীল কুমার-সহ জেলার উচ্চপদস্থ কর্তারা ।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঁটাতারের দুইপাশে লক্ষাধিক মানুষের জমায়েত হয়ে থাকে । দুইপাশে মানুষের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয় সীমান্তে মোতায়েন বিএসএফ-কে । ফলে এ বার বিএসএফ-এর পক্ষ থেকে কোনওভাবেই ঝুঁকি নেওয়া হচ্ছে না । শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায় বলেন, "বিএসএফ-এর পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে তাঁরা মিলন মেলার অনুমতি দিতে চাইছেন না । করোনার কারণে দুই বছর মিলন মেলা বন্ধ ছিল । গত বছর বিধানসভার ভোটের জন্য মিলন মেলা হয়নি । মেলা যাতে হয় তাই আমি জেলাশাসককেও বলেছি । তাই আজ জেলাশাসক বৈঠক ডেকেছিলেন । বিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু ভারত-বাংলাদেশ দুই দেশের বিষয়, তাই তারা জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । এ ছাড়া পঞ্চায়েত ভোট যে কোনও সময় ঘোষণা হতে পারে ৷ তারা আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশংকা করছে । তাই তারা যখন দায়িত্ব নিচ্ছে না ফলে মেলা এ বারও হবে না । আগামী বছর দেখা যাক কী হয় ।"

এ দিন ভারত-বাংলাদেশ সীমান্তের 195 নং ব্যাটেলিয়ানে বিএসএফ-এর কমান্ডান্ট সুনীল কুমার বলেন, "আমরা বৈঠকে জাতীয় নিরাপত্তার বিষয়টি বলেছি । আমাদের কী কী সমস্যা হতে পারে আমরা বিস্তারিত জানিয়েছি । এখন মেলা হবে কি না তারা সিদ্ধান্ত নেবে ।"

আরও পড়ুন:অমর্ত্য সেনের বাড়ি-জমি বেদখলের আশঙ্কা, পুলিশকে শান্তিরক্ষার নির্দেশ

Last Updated : Apr 13, 2023, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details