জলপাইগুড়ি, 10 অক্টোবর : মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুর্গাপুজো উদ্যোক্তাদের কাছে পৌঁছে তাদের হাতে চেক তুলে দিতে হবে ৷ এদিন নবান্নের সেই নির্দেশ পালন করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপকুমার যাদব । এবার প্রত্যেক পুজো কমিটিকে 50 হাজার টাকার অনুদান দিচ্ছে রাজ্য সরকার ৷ তাই কর্তব্যে অবিচল থেকে জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব পুজো মণ্ডপে মণ্ডপে গিয়ে চেক তুলে দিলেন ।
পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সন্দিপ মণ্ডল, DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার, IC কোতোয়ালি বিপুল সিনহা সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ি শহরের পুজো মণ্ডপে গিয়ে চেক বিলি করলেন ৷ তাঁরা সমাজপাড়া সর্বজনীন দুর্গাপাড়া কমিটি, কদমতলা দুর্গাবাড়ি, তরুণ দল-সহ শহরতলীর পাতকাটা অগ্রণী সংঘ, পাতকাটা কালচারাল ক্লাবে পৌঁছে 50 হাজার টাকার চেক তুলে দিলেন । এছাড়া পুজোর নিরাপত্তা ও ক্লাবের পুজোর প্রস্তুতিও খতিয়ে দেখেন জেলার পুলিশ আধিকারিকরা ।