পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের জেলা কমিটিতে সভাপতির ব্যাড বুকে থাকা নেতারা

59 জনের কমিটিতে নাম রয়েছে বিক্ষুব্ধদের তালিকায় থাকা মোহন বসু, অমরনাথ ঝা, নিতাই করের । শোকজ় হওয়া নেতাদের মধ্যে কমিটিতে জায়গা পেয়েছেন রাজেশ সিং, অরুপ দে-রা । নতুন জেলা কমিটি‌তে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খগেশ্বর রায় ।

jalpaiguri news
jalpaiguri news

By

Published : Oct 2, 2020, 7:25 PM IST

জলপাইগুড়ি, 2 অক্টোবর : তাঁর 'ব্যাড বুকে' থাকা নেতাদের পদ দিয়েই জেলা কমিটি ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি । লোকসভা নির্বাচনে ভরাডুবির পর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কিষাণ(কৃষ্ণ) কুমার কল‍্যাণীকে দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো । সভাপতি বদলের পর একবছর কেটে গেলেও জেলা কমিটি ঘোষণা করা যায়নি । এরপর আজ তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে 59 জনের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন কিষাণ কল্যাণী । নতুন করে জলপাইগুড়ি জেলার বিক্ষুব্ধ নেতাদের মন রাখতে নতুন সাংগঠনিক ব্লক তৈরি করা হয়েছে । ময়নাগুড়িতে দুটি সাংগঠনিক ব্লক থাকলেও আরও একটি সাংগঠনিক ব্লক করা হল । অন্যদিকে ধুপগুড়িতেও আরও একটি ব্লক করা হয়েছে । আজ তৃণমুল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ও 62 জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ।

59 জনের কমিটিতে উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে বিক্ষুব্ধদের তালিকায় থাকা মোহন বসু, অমরনাথ ঝা, নিতাই করের । শোকজ় হওয়া নেতাদের মধ্যে কমিটিতে জায়গা পেয়েছেন রাজেশ সিং, অরুপ দে-রা । নতুন জেলা কমিটি‌তে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খগেশ্বর রায় । ফের সভাপতি‌র দায়িত্ব পেয়েছেন কৃষ্ণকুমার কল‍্যাণী । মিতালি রায় ও চন্দন ভৌমিক জেলা কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন । এবারও তৃণমূল যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন সৈকত চট্টোপাধ্যায় । আজকের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলে‌র জেলা কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় । কোঅর্ডিনেটর চন্দন ভৌমিক, প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণসহ একাধিক তৃণমূল নেতা ।

লোকসভা নির্বাচনের পর জলপাইগুড়ি জেলার সভাপতি বদল হওয়ার সাথে সাথেই পুরানো কমিটি ভেঙে দেন সভাপতি কিষাণ কল্যাণী । তিনি তাঁর পছন্দ মতো কমিটি গঠন করতে চাইলে বিক্ষোভ শুরু হয়ে যায় দলের অন্দরে । বেশ কিছু নেতার বিরুদ্ধে সভাপতি তোপ দাগেন । বেশ কিছু নেতাকে শোকজ় করা হয় । কিন্তু আজ নতুন কমিটিতে কিষাণ কল্যাণীর ব্যাড বুকে থাকা নেতাদেরই পদে বসানো হল । এমনকী জলপাইগুড়ির প্রাক্তন টাউন ব্লক সভাপতি তথা পৌরসভার 17 বছরের চেয়ারম্যানকে কোন পদে রাখতে চাননি মোহন বোস । আজ সুপ্রিমোর করে দেওয়া কমিটিতে মোহন বোসকে জেলার সহসভাপতি করা হয়েছে । মোহন বোস প্রথম থেকেই তোপ দেগে আসছেন কিষাণ কল্যাণীর সাথে তিনি দল করবেন না । 59 জনের জেলা কমিটির মধ্যে 11 জনের কোর কমিটি, পাঁচ জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাত জন ভাইস প্রেসিডেন্ট, 16 জন সাধারণ সম্পাদক, সহসম্পাদক নয় জন, এগজ়িকিউটিভ কমিটির সদস্য 13 জন, ব্লক ও টাউন কমিটিতে 17 জনকে রাখা হয়েছে ।

জলপাইগুড়ি জেলা সভাপতি কিষাণ(কৃষ্ণ) কুমার কল্যাণী বলেন, "সবাইকে একবার করে সংশোধনের সুযোগ দেওয়া হল । এই ব্যাপারে আমি কিছু বলব না। কারণ, এই তালিকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছেন । তবে এটুকু বলতে পারি, দস্যু রত্নাকর একদিন বাল্মীকি মুনি হয়েছিলেন । আমরা সবাইকে সুযোগ করে দিচ্ছি । স্বচ্ছভাবে দল করে দিদির ভাবমূর্তি উজ্জ্বল করার আবেদন রাখছি ।"

তিনি জানান, দলের কাজের সুবিধার জন্য নতুন করে ময়নাগুড়ি ও ধুপগুড়িতে একটি করে সাংগঠনিক ব্লক করা হয়েছে । কারণ এক এক জায়গায় এক এক নেতার প্রাধান্য বেশি রয়েছে । মোহন বোস প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, "তিনি আমার সাথে দল করবেন কি করবেন না সেটা তাঁর ব্যাপার । আমার কিছু বলার নেই । তবে BJP-কে রুখতে আমরা একসাথে সবাই মিলে কাজ করতে চাই ।"

ABOUT THE AUTHOR

...view details