জলপাইগুড়ি, 1 মে : কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নতুন রেড জ়োনের তালিকা দিয়েছে । সেই তালিকায় রয়েছে জলপাইগুড়ি । যদিও উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় জানালেন, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে জলপাইগুড়িকে রেড জ়োন ঘোষণার কোনও নির্দেশিকা তাঁরা পাননি ।
জলপাইগুড়ি রেড জ়োন ? কোনও নির্দেশিকা পায়নি স্বাস্থ্য বিভাগ - coronavirus
উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায় বলেন, , এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে জলপাইগুড়িকে রেড জ়োন ঘোষণার কোনও নির্দেশিকা তাঁরা পাননি ।
সুশান্তবাবু বলেন, "জলপাইগুড়ি সহ কয়েকটি জেলাকে রেড জ়োন ঘোষণার একটি নির্দেশিকা সোশাল মিডিয়ায় ঘুরছে । আমাকেও অনেকে প্রশ্ন করেছে এই বিষয়ে । কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কাছে কোনও সরকারি নির্দেশ আসেনি । তবে, সাধারণ মানুষ এখনও লকডাউন মানছে না এটা চিন্তার বিষয় ।"
জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (স্বাস্থ্য) সৈকত চট্টোপাধ্যায় বলেন, "আমি অনেকদিন আগেই জেলা পুলিশ-প্রশাসনকে জলপাইগুড়ি শহরে ঢোকার সব রাস্তা সিল করতে বলেছিলাম । প্রশাসনের উচিত জলপাইগুড়ি শহরে ঢোকার মোট ছ'টি রাস্তায় কড়া পুলিশি ব্যবস্থা রাখা । যাতে বাইরের কেউ শহরে প্রবেশ করতে না পারে ।"