পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতে নিয়ে যাওয়ার পথে ফেরানো হল ? ছাড়া পেল 17 ABVP সমর্থক - ABVP সমর্থক

গতকাল ধর্ষণের প্রতিবাদ করায় 17 জন ABVP সমর্থককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় । আজ তাঁদের নিয়ে জলপাইগুড়ি আদালতের পথে রওনা দেয় ধুপগুড়ি থানার পুলিশ । সাংসদের অনুরোধে মাঝপথ থেকে ফিরিয়ে আনা হল থানায় । ছাড়া পেল ওই ABVP সমর্থকরা । যদিও পুলিশ আদালতে পাঠানোর ঘটনা অস্বীকার করেছে ।

drama to take arrested ABVP supporters to court in jalpaiguri
নাটকের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

By

Published : Sep 5, 2020, 11:13 PM IST

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর : ধুপগুড়িতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ABVP-এর প্রতিবাদ মিছিলে গ্রেপ্তার হয়েছিল 17 জন সমর্থক ৷ আজ আদালতে যাওয়ার মাঝপথ থেকে ঘুরিয়ে থানায় আনার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । সাংসদের অনুরোধে থানা থেকেই ছাড়া পেল ওই ABVP সমর্থকরা । যদিও পুলিশ আদালতে পাঠানোর ঘটনা অস্বীকার করেছে ।

গতকাল সন্ধ্যায় ধর্ষকদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করে ABVP সমর্থকরা বিক্ষোভ দেখায় । এরপর ধুপগুড়ি থানার IC সুবির কর্মকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে 17 জন ABVP সমর্থককে গ্রেপ্তার করে তাঁদের থানায় নিয়ে আসে । সারারাত থানায় রেখে সকালে মেডিকেল করিয়ে বলে অভিযোগ ।

BJP-র সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানান, গতকাল ধর্ষণের প্রতিবাদ করায় 17 জন ABVP সমর্থককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় । আজ তাঁদের নিয়ে জলপাইগুড়ি আদালতের পথে রওনা দেয় ধুপগুড়ি থানার পুলিশ । তিনি বলেন, আমি থানায় গিয়ে আইসিকে অনুরোধ করি তাদের আদালতে না পাঠাতে । এরপর আইসি আমার অনুরোধে আদালতে যাবার পথেই গাড়িটিকে ঘুরিয়ে ফের থানায় নিয়ে আসে । সেখান থেকেই তাঁদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন । পুলিশ আমাদের সহযোগিতা করেছেন ।"

নাটকের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

এদিকে ABVP-র জেলা সংযোজক হারু সরকার জানান, গতকাল আমাদের 17 জনকে ধুপগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে । সারারাত আমাদের থানায় রাখে । আজ সকালে সবাইকে মেডিকেল করিয়ে পুলিশ কনভয় দিয়ে আদালতে পাঠানো হয় । জলঢাকা সেতু পর্যন্ত আসার পর ভ্যানে থাকা পুলিশ অফিসারকে ফোন করা হয়। তাঁকে বলা হয় আদালতে না নিয়ে সবাইকে থানায় নিয়ে আসতে । ABVP সমর্থকদের থানায় নিয়ে এসে সেখান থেকেই 17 জনকে জামিন দেওয়া হয় । আমরা বুঝতে পারলাম না কেন এত নাটক করা হল । কেন আমাদের আদালতের পথে পাঠিয়ে আবার মাঝপথ থেকে ফিরিয়ে আনা হল থানায় ।

এদিকে জলপাইগুড়ির অরিতিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা জানান, বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয়েছিল । তাঁদের আজ থানা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে । তাঁদের আদালতে পাঠানোর কোন বিষয় ছিল না । সবাইকে থানা থেকেই জামিন দেওয়া হয়েছে । আদালতে পথ থেকে কাউকে ঘুরিয়ে আনা হয়নি ।

উল্লেখ্য, গত 31 আগস্ট সন্ধ্যাবেলায় দুই যুবক মোটর বাইক নিয়ে এসে নাবালিকাকে মুখে চেপে ধরে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় । এবং বাড়ি থেকে কিছুটা দুরে নির্জন একটা জায়গায় পরিত্যক্ত আলতাগ্রামের নার্সারি স্কুলে নাবালিকাকে দুজনে মিলে ধর্ষণ করে বলে অভিযোগ । এরপর মেয়েটিকে ফেলে পালিয়ে যায় দুই যুবক । গতকাল ধুপগুড়ি থানায় অভিযোগ হবার পর ধুপগুড়ি থানার পুলিশ নাবালিকাকে মেডিকেল করায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ।

ABOUT THE AUTHOR

...view details