ধুপগুড়ি, ৮ ফেব্রুয়ারি : স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। তাঁকে খুনেরও হুমকি দেওয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ও ওই শিক্ষক পৃথকভাবে ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ধুপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার।
স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ, শিক্ষককে বেধড়ক মারধর - physical harrasment
স্কুল ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন শিক্ষক। তাই তাঁকে বেধরক মারধর করল কয়েকজন যুবক। তদন্তে নেমেছে ধুপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার।
গতকাল ওই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেই সময় কয়েকজন এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। তা দেখে স্কুলের সহকারী শিক্ষক এগিয়ে আসেন। সেখান থেকে বহিরাগতদের সরিয়ে দেন তিনি। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও ক্রীড়া প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফের ছাত্রীদের উত্ত্যক্ত করা হয় বলে অভিযোগ। সেই যুবকরাই ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তখন আরও দুই শিক্ষক এগিয়ে আসেন। অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, পরে বাড়ি ফেরার সময় ওই যুবকরা পথ আটকে এক শিক্ষককে বেধড়ক মারধর করে। তাঁকে খুনের হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন দুই শিক্ষক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।