পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ration Distribution Problem: বরাদ্দকৃত খাদ্য সামগ্রী না পেয়ে রেশন দোকানে তালা চা শ্রমিকদের - রেশন সামগ্রী

সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পাচ্ছে না চা শ্রমিকরা ৷ এমনটা অভিযোগ তুলে কর্মীদের ভেতরে রেখে রেশন দোকানের দরজায় তালা লাগিয়ে দিল তারা ৷

Ration shop
রেশন দোকানে তালা চা শ্রমিকদের

By

Published : Jun 8, 2023, 9:54 PM IST

জলপাইগুড়ি, 8 জুন:বরাদ্দকৃত রেশন সামগ্রী না পেয়ে রেশন দোকানে তালা ঝুলিয়ে দিল জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকরা । প্রতি মাসেই চা বাগানের শ্রমিকদের রেশনের চাল ও আটা পরিমাণে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা । বৃহস্পতিবার রেশনের খাদ্য সামগ্রী নিতে আসে চা শ্রমিকরা ৷ কিন্তু আজও সামগ্রী কম পেয়েছে বলে অভিযোগ তুলে রেশনের কর্মীদের দোকানের ভেতর আটকে তালা দিয়ে দেয় শ্রমিকরা ৷

দীর্ঘ দিন ধরে বন্ধ জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত রায়পুর চা বাগান । বাগানের শ্রমিকদের রোজগার বলতে তেমন কিছু নেই । এই পরিস্থিতিতে বাগানের 552টি পরিবারের একমাত্র ভরসা রেশনের চাল ও আটা । অভিযোগ, খাদ্য দফতর থেকে পর্যাপ্ত সামগ্রী দেওয়া হচ্ছে না ৷ এর ফলে সমস্যা চরম সমস্যায় পড়েছেন চা শ্রমিকরা । বারংবার খাদ্য দফতরকে বলা হলেও তারা সমস্যা সমাধানের বিষয় কিছুই উদ্যোগ নিচ্ছে না ৷ পাশাপাশি এই শ্রমিকদের আরও অভিযোগ, তাদের ভাগের রেশনের চাল ও আটা চুরি করা হচ্ছে ৷

অন্যদিকে রেশন ডিলার সেলফ হেল্প গ্রুপের মিনা বেগম বলেন, "আমাদের রেশন সামগ্রী কম দেওয়া হচ্ছে তাই সমস্যা হচ্ছে ৷ এই সমস্যার কথা খাদ্য দফতরকে জানিয়েছি ৷ কিন্তু তারপরেও পরিমাণের থেকে কম চাল ও আটা দেওয়া হচ্ছে । ফলে আমাদের কম রেশন দিতে হচ্ছে । আজ চা বাগানের শ্রমিকরা আমাদের ভেতরে রেখে তালা মেরে দিয়েছে ।"

আরও পড়ুন:জলপাইগুড়িতে রেশন না-পেয়ে দোকানে তালা দিলেন গ্রাহকরা

পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা রায়পুর চা বাগানের বাসিন্দা প্রধান হেমব্রম জানিয়েছেন, প্রায় মাসেই চা শ্রমিকদের খাদ্য সামগ্রী কম দেওয়া হচ্ছে । তাঁরা বারবার বলা সত্বেও কোন লাভ হচ্ছে না । তাঁদের সমস্যা সমাধান না হলে বাগানের সমস্ত শ্রমিককে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি । এ দিকে ডিস্টিক্ট ফুড কন্ট্রোলার দাওয়া লামা জানান, রেশন ডিলারের গাফিলতির কারণেই এমনটা হয়েছে । রেশন ডিলার মেশিন থেকে স্টক রিলিজ করেনি বলেই মাল পায়নি । তাঁরা সমস্যার সমাধান করে দেবেন ।

ABOUT THE AUTHOR

...view details