পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গের চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দেওয়ার সিদ্ধান্ত চা-বাগান মালিকপক্ষের

চা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে এটা ছিল তাদের দ্বিতীয় দ্বিপাক্ষিক বৈঠক ৷ আগে 15 সেপ্টেম্বর ভার্চুয়ালি চা শ্রমিকদের বোনাস নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল । যদিও ওই বৈঠকে বোনাস নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি । এরপর আজ ফের ভার্চুয়াল বৈঠকে বসে চা বাগান মালিকপক্ষ ও চা শ্রমিক সংগঠনের নেতারা ৷ সিদ্ধান্ত হয় এবার সব ক্যাটাগরির চা বাগানের শ্রমিকদেরই 20 শতা্ংশ হারে বোনাস দেওয়া হবে ।

Tea garden
Tea garden

By

Published : Sep 19, 2020, 12:42 PM IST

জলপাইগুড়ি , 19 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের চা শ্রমিকদের 20 শতাংশ পুজোর বোনাস দেবে চা বাগান মালিকপক্ষ । আজ দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । আর এই সিদ্ধান্তে খুশি কয়েক লাখ চা শ্রমিক ।

চা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে এটা ছিল তাদের দ্বিতীয় দ্বিপাক্ষিক বৈঠক ৷ আগে 15 সেপ্টেম্বর ভার্চুয়ালি চা শ্রমিকদের বোনাস নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল । যদিও ওই বৈঠকে বোনাস নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি । এরপর আজ ফের ভার্চুয়াল বৈঠকে বসে চা বাগান মালিকপক্ষ ও চা শ্রমিক সংগঠনের নেতারা ৷ উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷ সিদ্ধান্ত হয় এবার সব ক্যাটাগরির চা বাগানের শ্রমিকদেরই 20 শতা্ংশ হারে বোনাস দেওয়া হবে । প্রতিবছর কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক হলেও এবার কোরোনা আবহে তা হয়নি । এবার শ্রমিক ও মালিকপক্ষ ভার্চুয়ালি এই বৈঠক করেন । উল্লেখ্য , ইতিমধ্যেই বোনাসের দাবিতে গেট মিটিং শুরু করেছিল শ্রমিকেরা । তবে দ্বিপাক্ষিক পুজো বোনাসের বৈঠক ফলপ্রসূ হওয়ায় খুশির হাওয়া উত্তরবঙ্গের শ্রমিক মহলে

চা শ্রমিক নেতা তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বলেন , 15 তারিখ ভার্চুয়াল বৈঠকে মালিকপক্ষকে সব গ্রুপের চা বাগানের চা শ্রমিকদের জন্য 20 শতাংশ বোনাসের দাবি জানানো হয়েছিল ৷ কিন্তু তারা সম্মতি দেয়নি । তবে আজ এই বৈঠকে তারা আমাদের দাবি মেনে নিয়েছে ৷ পুজোর অনেক আগেই বোনাস বৈঠক হয়ে যাওয়ায় সকলেই খুশি ।

বৈঠক শেষে চা মালিক সংগঠন কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্ট্রার্স অ্যাসোসিয়েশন (CCPA)-এর উত্তরবঙ্গের আহ্বায়ক অমৃতাংশ চক্রবর্তী বলেন , ’’শ্রমিক সংগঠনগুলি 20 শতাংশ বোনাসের দাবি করেছিল ।আমরা বলেছি , গতবছর 18.5 শতাংশ বোনাস দেওয়া হয়েছিল । এবার 20 শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ’’

ABOUT THE AUTHOR

...view details