পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরু হল 25 % শ্রমিক দিয়ে চা পাতা তোলার কাজ

চা বাগানের পাতা তোলার কাজ শুরু হল আজ থেকে । আজ ছুটির দিন হলেও লকডাউনের মাঝে রোজগারের আশায় পাতা তোলার কাজ করলেন শ্রমিকরা । বাগানের মোট শ্রমিকের 25 % শ্রমিক দিয়ে চা পাতা তোলার কাজ শুরু হল ।

tea garden opene amid lockdown in jalpaiguri
শুরু হল 25 % শ্রমিক দিয়ে চা পাতা তোলার কাজ

By

Published : Apr 12, 2020, 6:22 PM IST

জলপাইগুড়ি , 12 এপ্রিল : সরকারি নির্দেশ মত লকডাউনের মাঝেই খোলা হল চা বাগানের কাজ ৷ চা বাগানের পাতা তোলার কাজ শুরু হল আজ থেকে । আজ ছুটির দিন হলেও লকডাউনের মাঝে রোজগারের আশায় পাতা তোলার কাজ করলেন শ্রমিকরা । বাগানের মোট শ্রমিকের 25 % শ্রমিক দিয়ে চা পাতা তোলার কাজ শুরু হল । ফ্যাক্টরিও চালানো হল । চা বাগান আংশিক খোলায় রোজগার হবে ভেবে কিছুটা হলেও স্বস্তি শ্রমিকদের ৷

লকডাউনের জেরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ চা শিল্প বন্ধ করে দেওয়া হয়েছিল । বন্ধ করা হয়েছিল চা বাগানগুলিও । আর এই চা শিল্পের সঙ্গে জড়িয়ে কয়েক লাখ মানুষের জীবিকা ৷ এরপর চা বাগানের মালিকপক্ষ দাবি করেন, চা বাগান বন্ধ হয়ে গেলেও এই সময়ে ফাস্ট ফ্লাসের সময়ে চা পাতা তোলা না হলেও তা ছেঁটে ফেলতে হবে । তাই রাজ্য সরকার 15 % শ্রমিক দিয়ে চা বাগানের রক্ষনাবেক্ষনের জন্য ছাড় দেয় ৷ এরপর গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় 25 % শ্রমিকদের দিয়ে চা বাগানের স্প্রে , রক্ষণাবেক্ষণ , পাতা তোলার কাজ করা যাবে । তবে সে ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে ।

জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানের সিনিয়র ম্যানেজার হেমন্ত পিপলি বলেন, রাজ্য সরকার আমাদের 25 % শ্রমিক দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন । আমরা আজ 25 % শ্রমিক দিয়েই চা পাতা তোলার কাজ শুরু করেছি । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সরকারের নির্দেশ মেনেই আমাদের কাজ করতে হচ্ছে । চা বাগানে আজ থেকে পাতা তোলার কাজ শুরু হলেও সামাজিক দূরত্ব মেনেই চা পাতা তোলার কাজ করা হচ্ছে । আমরা শ্রমিকদের কথা চিন্তা করে মাস্ক, হ্যান্ড গ্লাভস-সহ সুরক্ষার জন্য সমস্ত কিছু দিয়েছি । শ্রমিকদের পাতা তোলা পর তাঁদের সাবান জলে হাত ধোওয়ার ব্যবস্থাও করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details