পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asian Games 2023: এশিয়াডে নিয়ম ভেঙে রূপান্তকামীকে পদক! সোশাল মিডিয়ায় বিস্ফোরক স্বপ্না বর্মন - 19 তম এশিয়াড

Swapna Burman: একজন ট্রান্সজেন্ডারকে নিয়ম বহির্ভূতভাবে পদক পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন অ্যাথলিট স্বপ্না বর্মন ৷ তাঁর মা অভিযোগ করেছেন, আয়োজকরা স্বপ্নার কথা শুনতে চাননি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 12:05 PM IST

Updated : Oct 2, 2023, 12:57 PM IST

জলপাইগুড়ি, 2 অক্টোবর: এশিয়াডে ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ার পরেই বিস্ফোরক অ্যাথলিট হেপ্টাথলট স্বপ্না বর্মন ৷ তেলেঙ্গানার নন্দিনী আগাসারার ব্রোঞ্জ পদক পাওয়া নিয়ম বহির্ভূত বলে দাবি করেছেন স্বপ্না ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি বলেন, ‘‘একজন ট্রান্সজেন্ডারকে নিয়ম বহির্ভূতভাবে পদক পাইয়ে দেওয়া হয়েছে ৷’’ তিনি তাঁর ব্রোঞ্জ পদক ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ তবে, পোস্টটি কিছুক্ষণ পরেই সোশাল মিডিয়া সাইট থেকে সরিয়ে নেন এই অ্যাথলিট ৷

এশিয়াডে নিয়ম ভেঙে রূপান্তকামীকে পদক

এ দিন স্বপ্না তাঁর পোস্টটিতে লেখেন, ‘‘চিনের হ্যাংঝাউতে 19 তম এশিয়াডে আমি একজন রূপান্তরকামী মহিলার কাছে পদক হারিয়েছি ৷ আমি আমার পদক ফেরত চাই ৷ কারণ যেটা হয়েছে সেটা আমাদের অ্যাথলেটিক নিয়মের বিরুদ্ধে ৷ আমাকে সাহায্য এবং সমর্থন করুন ৷’’ এই পোস্টের শেষে হ্যাশট্যাগ ‘প্রটেস্ট ফর ফেয়ার প্লে’ লেখেন স্বপ্না বর্মন ৷ আর যে নন্দিনী আগাসারার কাছে তিনি হেরেছেন, সেই হেপ্টাথেলট তেলেঙ্গানার এক চা বিক্রেতার মেয়ে ৷

হেপটাথেলন বিভাগে গত 30 ও 1 অক্টোবর অংশ নেন ভারতীয় অ্যাথলিট তথা জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন ৷ তিনি প্রতিযোগিতায় চতুর্থস্থানে শেষ করেন ৷ কিন্তু, স্বপ্নার অভিযোগ একজন কৃত্রিমভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করে মহিলা হয়েছেন ৷ তাহলে তিনি অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী, কীভাবে মহিলাদের প্রতিযোগিতায় অংশ নেন ? কিন্তু, স্বপ্নার এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই বিতর্ক শুরু হয় ৷ সেই বিতর্কের মাঝেই তিনি ওই পোস্টটি ডিলিট করে দেন ৷

আরও পড়ুন:চিনের কাছে হেরেও ইতিহাস, রুপোয় সন্তুষ্ট থাকতে হল পুরুষ ব্যাডমিন্টন দলকে

স্বপ্নার মা ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘গতকাল রাতে ফোন করে কান্নায় ভেঙে পড়ে স্বপ্না ৷ ফোন করে সব খুলে বলে ৷ মহিলাদের সঙ্গে একজন ট্রান্সজেন্ডার প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে ৷ এটা কীভাবে সম্ভব ? নিয়ম অনুযায়ী স্বপ্নাই এই ব্রোঞ্জ মেডেলের দাবিদার ৷ আমরা চাই আয়োজকরা বিষয়টি খতিয়ে দেখুক ৷ স্বপ্না ওর সেরাটা উজার করে দিয়েছে ৷’’ স্বপ্নার মা জানিয়েছেন, ভারতীয় হেপ্টাথলট এশিয়াডের আয়োজকদের সমস্ত অভিযোগ করেছিলেন ৷ কিন্তু, তাঁর কথা শোনা হয়নি ৷ তিনি জানান আমি চাই স্বপ্নার তার যোগ্য সম্মান ফিরে পাক ৷

Last Updated : Oct 2, 2023, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details