জলপাইগুড়ি, 1 অগস্ট: প্রথমে পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর তারপর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এশিয়াডে সোনা জয়ী স্বপ্নার পরিবারের বিরুদ্ধে। জল্পেশ মন্দিরে যাওয়া পুণ্যার্থীদের গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের সংঘর্ষ হয় রবিবার রাতে। সেই মোটর বাইকেই ছিলেন স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মন ৷ দুর্ঘটনায় তিনি আহত হন। কোতোয়ালি থানায় পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর ও গাড়ির চালককে হেলমেট দিয়ে মারধোর করার অভিযোগ দায়ের হয় সোমবার। পুণ্যার্থীদের সঙ্গে ঝামেলা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ অস্বীকার স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মনের। স্বপ্নার দাবি, তাঁর দাদাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।
জানা গিয়েছে, গত পরশু রাতে জলপাইগুড়ির কালিয়াগঞ্জ পেট্রল পাম্প থেকে পবিত্র বর্মন বের হওয়ার সময় একটি পুণ্যার্থী বোঝাই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ছিটকে পড়েন পবিত্র বর্মন। অভিযোগ, গাড়ির চালক পবিত্রকে সাহায্য করতে গেলে গাড়ির তাঁকে মারধর করে, গাড়ির চাবি ছিনিয়ে নেন। পুলিশ গেলেও চাবি দেওয়া হয় না। গাড়ির চাবি স্বপ্নার মা রেখে দেন বলে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "শিলিগুড়ির ভক্তিনগর থানার ডাবগ্রামের বাসিন্দা রবীন্দ্র মণ্ডল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।"
আরও পড়ুন:মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে কমপক্ষে 7 জনের মৃত্যু