পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Swapna Barman Wins Gold: রেল মিটে সোনা জিতলেন স্বপ্না - All India Railway Athletic Championship

অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দু‘টি ইভেন্টে সোনা ও রুপো জিতলেন স্বপ্না বর্মন (Swapna Barman Win Gold) ।

Swapna Barman Win Gold:
সোনা জিতলেন স্বপ্না বর্মন

By

Published : Mar 31, 2022, 7:58 PM IST

জলপাইগুড়ি, 31 মার্চ: সোনা জিতলেন স্বপ্না বর্মন । এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দু‘টি ইভেন্টে সোনা ও রুপো জিতলেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন স্বপ্না (Swapna Barman Win Gold) ।

কলকাতায় আয়োজিত অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার ডিভিশনের হয়ে খেলেন স্বপ্না । জাভলিন থ্রোতে সোনা জয় করার পাশাপাশি হাইজাম্পে রুপো জিতেছেন স্বপ্না ।

আরও পড়ুন:অভাব জয় "সোনা"-র মেয়ে খাদিজার

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলের স্টাফ ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে কর্মরত স্বপ্না বর্মন । স্বপ্না বর্মনের সোনা জয়ে খুশি আলিপুরদুয়ার ডিভিশনের রেলের কর্মীরা । জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা স্বপ্নার এই সাফল্যের খুশির হাওয়া এলাকাতেও ।

ABOUT THE AUTHOR

...view details