পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসাধীন তিন জনের সোয়াব রিপোর্ট নেগেটিভ, স্বস্তি জলপাইগুড়িতে - সোয়াব রিপোর্ট

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে চিকিৎসারত তিনজনের সোয়াব পরীক্ষার জন্য গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।আজ তাঁদের তিনজনের রিপোর্ট এসেছে। তাঁদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে জলপাইগুড়ি সদর হাসপাতাল সুত্রে।

jalpaiguri
জলপাইগুড়ি

By

Published : Apr 22, 2020, 7:47 PM IST

জলপাইগুড়ি, 22 এপ্রিল : জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল। আপাতত স্বস্তি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে।

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে চিকিৎসারত তিনজনের সোয়াব পরীক্ষার জন্য গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।আজ তাঁদের তিনজনের রিপোর্ট এসেছে। তাঁদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে জলপাইগুড়ি সদর হাসপাতাল সুত্রে।

জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলার জন্য কোরোনা হাসপাতাল গড়ে তোলা হয়েছে। কোরোনা হাসপাতালের SARI (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস) বিভাগে জলপাইগুড়ি জেলার ছয় জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের দুজন রয়েছে। এই ছয় জনের মধ্যে তিনজনের সোয়াব পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয় । আজ তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

ABOUT THE AUTHOR

...view details