জলপাইগুড়ি, 9 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) হচ্ছেন আসল নাটের গুরুমা । বিজেপির (BJP) নবান্ন অভিযানের আগেই মেদিনীপুর পালিয়ে যাচ্ছেন । শুক্রবার কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলি উঠছে, সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন তিনি ৷
এদিন বিজেপির কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়ি শহরে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী ৷ পরে মাদ্রাসা ময়দানে সভাও করেন ৷ সেই সভা থেকেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে ৷ পৌরসভা ভোটে সন্ত্রাসের অভিযোগ তোলেন ৷ সেই নিয়ে জনতার উদ্দেশ্য়ে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আপনারা আমাকে বলতে পারেন পৌরসভায় কেউ ভোট দিতে পেরেছেন ?’’ তৃণমূল সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি বলেও তিনি অভিযোগ করেন ৷ পুলিশও ভোট লুঠ করতে সাহায্য করেছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক ৷
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অধিবেশন করে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্য়ায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বীরের সম্মান দেওয়ার কথা বলেছিলেন ৷ সেই প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নেতাজিকে বীরের সম্মান দিচ্ছেন, সেখানে মমতা অনুব্রতকে বীরের সম্মান দিতে চাইছেন ৷
একই সঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুগামীরা তোলাবাজি করে ৷ এভাবেই তাঁদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে ৷ বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী ৷ সেই সব নেতারা অভিষেককে খুশি করতে তাঁর বিরুদ্ধে কুৎসা করে বলে অভিযোগ করেন শুভেন্দু ৷
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘ভাইপো ধূপগুড়ি এসেছিল । বলেছে উত্তরবঙ্গ বলে কিছু নেই । বলতে হবে পশ্চিমবঙ্গ । ভাইপোর পিসিমনি স্বপ্ন দেখিয়েছিল উত্তরকন্যা । যেখানে কিছুই হয় না । এদিকে পঞ্চায়েতে অরূপ বিশ্বাস জেতা ব্যালটগুলো ছাপ দিয়ে কীভাবে করেছে সেটা জানি । পৌরসভাতেও ভোট করতে দেয়নি । যেখানে লুট করতে পারেনি মেশিন বদলে দিয়েছে । পঞ্চায়েত পর্যন্ত আসব দেখি কী করে ।’’