জলপাইগুড়ি, 30 অগস্ট:চাকরি নেই এ রাজ্যে । স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন তুলে দিয়েছে । সব তুলে দিয়ে ডিয়ার লটারির দোকান চারিদিকে। সেই কোটি টাকা কেষ্টর মেয়ে পাচ্ছে । ধূপগুড়ি শহরে পদযাত্রা শেষ করে বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত বানারহাট ব্লকের দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলের মাঠে জনসভায় শাসকদলকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এদিন জনসভার মঞ্চ থেকে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ।
জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী প্রথমেই শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান । এদিন তিনি বলেন, যে দেশের জন্য প্রাণ দিয়েছে সেই বীর বীরাঙ্গনা স্ত্রী'কে 5 তারিখ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে । এরপর সেই মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করেন । পঞ্চায়েতে ভোট লুট হয়েছে। গণনার দিন জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের ঢুকতে দেয়নি । এবারে তা হবে না । প্রতি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর মমতার পুলিশ 200 মিটার দূরে থাকবে ।"