জলপাইগুড়ি, 6 ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর ভাইপো (আবেশ বন্দ্যোপাধ্যায়)-র বিয়ে বলে কথা! পাহাড়ে সেই বিয়েতে যোগ দিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বুধবার চলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী ও অভিষেকের মতো ভিভিআইপিদের কার্শিয়াং সফরকে কেন্দ্র করে গত সোমবার থেকে আগামী 10 তারিখ পর্যন্ত কয়েকটি ভেন্যুতে 28 জন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, গ্রুপ-ডি স্টাফকে নিয়োগ রাখা হয়েছে। ভিভিআইপিদের বিয়ের অনুষ্ঠানের ভেন্যুতে থাকা ডাক্তারবাবু-সহ সকলের কপালে জুটছে ডিম-ভাত। এনিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ডাক্তারবাবুদের থাকা ও খাওয়ার(ডিম-ভাত) ব্যবস্থা নিম্নমানের ৷
বৃহস্পতিবার কার্শিয়াং পৌরসভার বড়বাবু সুরেন কোটোয়াল (ছেত্রী)-এর বড় মেয়ে ডাক্তার দীক্ষা ছেত্রীর সঙ্গে কার্শিয়াং নয়াবাজার সার্বজনিক ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দোপাধ্যায়ের বিয়ে হবে। ভিভিআইপি বিয়েকে কেন্দ্র করে কার্শিয়াং রেলস্টেশন-সহ শহরকে সাজিয়ে তোলা হয়েছে। এই বিয়েতে শুধু যে 28 জন ডাক্তার তা না, তার পাশাপাশি আরও 14 জন স্টাফ ও নার্স-সহ 14 জন ফার্মাসিস্ট ও গ্রুপ-ডি স্টাফকে কার্শিয়াং হাসপাতালে তৈরি থাকতে বলা হয়েছে।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত কার্শিয়াং সাবডিভিশনাল হাসপাতালের সুপারের নির্দেশিকায় ডাক্তার ও নার্সরা কোথায় কে কাজ করবেন, তা প্রকাশ করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই নির্দেশিকায় দেখা গিয়েছে কার্শিয়াংয়ের বিলাশবহুল 'তাজ চা কুটিরে (মাকাইবাড়ি)' 7 জন ডাক্তার, নার্স, গ্রুপ-ডির কর্মীরা থাকছেন। ওই তাজ চা কুটিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অন্য একটি জায়গা 'আমা স্টে'তে (মাকাইবাড়ি) দু'টো শিফট ও কার্শিয়াং হাসপাতালে থাকছেন বাকি 49 জন ডাক্তার, নার্স ও গ্রুপ-ডি স্টাফ ৷