ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী ধুপগুড়ি, 31 অগস্ট:মুম্বইতেসব পরিবারবাদীরা এক হয়েছে ৷ এরা ভ্রষ্টাচারী, দুর্নীতিবাদী । বৃহস্পতিবার বিরোধীদের জোট ইন্ডিয়া যখন মায়ানগরীতে তৃতীয় বৈঠকে শামিল, তখন তাদের এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তিনি তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর কথায়, "এই মুখ্যমন্ত্রী তার কাটা । অশিক্ষিত মুখ্যমন্ত্রী । সব মন্ত্র ভুল বলে ।"
ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়ের সমর্থনে বৃহস্পতিবার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বিবেকানন্দ ক্লাবের মাঠে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ দিন তিনি শুরু থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন । মুখ্যমন্ত্রীর সমালোচনা করে শুভেন্দু বলেন,
"মুখ্যমন্ত্রী সরস্বতী মন্ত্র, চণ্ডী মন্ত্র ভুল বলেন, আসলে তার কাটা মুখ্যমন্ত্রী, অশিক্ষিত মুখ্যমন্ত্রী । কোন রাজ্যে আমরা আছি । মুখ্যমন্ত্রী বলেন, আমার একটা হাত হিন্দু আর একটা হাত মুসলমান ৷ একটা পা রাজবংশী ৷ আর একটা পা মতুয়া বলতে গিয়ে বুঝে গিয়েছিলেন ব্রেক ফেল করে গিয়েছেন । আমরা প্রতিবাদ করায় কালকে বলেছেন ওভাবে বলতে চাইনি । তিনি রাজবংশীকে পায়ের সঙ্গে তুলনা করছেন ৷ এইসব বলে তিনি ধুপগুড়িতে নির্মল রায়ের বারোটা বাজিয়ে দিয়েছেন ।"
এ দিন ইন্ডিয়া জোটের বৈঠককেও তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷ তাঁর কথায়, "মূলায়ম সিং, লালু প্রসাদ যাদব, 2, 3, 4জি পার্টি এক হয়েছে ।এরা পরিবারবাদী পার্টি । মোদি এদের চুরি ধরেছে, তাই পরিবারবাদীরা এক হয়েছে মুম্বইতে । আজ তৃতীয় পার্টি হচ্ছে । এরা ভ্রষ্টাচারী, দুর্নীতিবাদী ।"
শুভেন্দু এ দিন বলেন, "নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া মোদিজির উদ্দেশ্য । তাই ধুপগুড়িতে নারী শক্তিকে মুখ করেই বীর নারীকে প্রার্থী করা হয়েছে । ধুপগুড়ি নানা ভাবে অবহেলিত । গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অপদার্থ পিসি-ভাইপো ধুপগুড়িকে মহকুমা করেনি । হাসপাতালে গেলে রেফার হতে হয় । আর না হলে পথেই মরতে হয় । পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি মুখ্যমন্ত্রী । বাইরে গেলে টাকা দিয়ে চিকিৎসা করাতে হবে ।" স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পান কি না তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু ৷
শুভেন্দু আরও বলেন, "কল্যাণীতে এইমস করেছেন প্রধানমন্ত্রী । উওরবঙ্গে এইমসের জন্য জায়গা চেয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী জায়গা দেবেন না । আসলে উত্তরবঙ্গে এইমস হোক চান না মুখ্যমন্ত্রী । নলবাহিত পানীয় জল গ্রামে পৌঁছেছে, উত্তরে হবে না । অথচ আট হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রীকে এই প্রকল্পের জন্য দিয়েছে কেন্দ্র । মোদিজি নারীদের সামাজিক সম্মানের জন্য শৌচালয় করেছেন । 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন । সেই টাকা মেরে দিয়েছে পশ্চিমবঙ্গ । ঘুঁটে দিয়ে মহিলারা রান্না করেন । তাই 9 কোটি 60 লক্ষ গ্যাসের ব্যবস্থা করেছেন । আরও 75 লক্ষ নতুন উজ্জ্বলার কানেকশন হবে । 1100 টাকার গ্যাস এখন 900 টাকায় পাবেন । আর উজ্জ্বলা গ্যাস 700 টাকায় পাবেন ।"
আরও পড়ুন:পুলিশের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর-এর আবেদন নিয়ে হাইকোর্টে মামলা
দুর্নীতি প্রশ্নে শাসকদলকে একহাত নিয়ে শুভেন্দু বলেছেন, "সারদা, রোজ ভ্যালির টাকা ঝেড়ে দিয়েছে । এখন ডিয়ার লটারি । এটা আসলে ভাইপো লটারি । তাছাড়া গত পঞ্চায়েতে ব্যালটও খেয়েছে । তারা কোনও কিছু বাদ রাখছে না ।" শুভেন্দুর দাবি, নির্মল রায়কে ভোট দেওয়া মানে পার্থ চট্টোপাধ্যায় ও কেষ্টকে ভোট দেওয়া ।