জলপাইগুড়ি, 26 ফেব্রুয়ারি: মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে (Suspicious Death of Woman in Jalpaiguri Town) ৷ পুলিশ সূত্রে খবর, ঘরের জানালার গ্রিল থেকে একটি কাপড়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে মহিলাকে ৷ তবে, মৃত মিষ্টি মুখোপাধ্যায়ের দেহ ঝুলছিল না ৷ তাঁর দেহ খাটের উপরে বসা অবস্থায় উদ্ধার হয়েছে ৷ আর তাঁর দেহের পাশেই নাকি মিষ্টি দেবীর ছেলে শুয়ে ছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় মৃত মহিলার ছেলে পাভেল চক্রবর্তীকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, তিনদিন আগে মিষ্টি মুখোপাধ্যায়ের স্বামী জয়ন্ত চক্রবর্তী মারা গিয়েছেন ৷ জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাড়িতে মহিলা এবং তাঁর ছেলে পাভেল চক্রবর্তী ছিলেন ৷ জানা গিয়েছে, মিষ্টি দেবী জয়ন্ত চক্রবর্তীর প্রথম স্ত্রী ৷ তিনিও জয়ন্তবাবুর বাড়িতেই থাকতেন ৷ রবিবার সকালে প্রতিবেশীরা তাঁদের কাউকে দেখতে না-পেয়ে ডাকাডাকি করেন ৷ কিন্তু, ভিতর থেকে কেউ দরজা খোলেনি ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ওই বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ বেডরুমে ঢুকে পুলিশ যে দৃশ্য দেখেন, তা দেখলে যে কেউ আঁতকে উঠবে ৷