জলপাইগুড়ি, 8 অগাস্ট : লকডাউনে জলপাইগুড়ির পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। আজ দুপুরে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন তিনি।
জলপাইগুড়িতে লকডাউনে পরিস্থিতি পরিদর্শন পুলিশ সুপারের - জলপাইগুড়িতে লকডাউনে পরিস্থিতি পরিদর্শন পুলিশ সুপারের
লকডাউনে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ও মিউনিসিপালিটি মার্কেটে পরিদর্শন করলেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব ৷
lockdown
আজ পরিদর্শনে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও, DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার, IC বিপুল সিনহা-সহ অন্যান্য পুলিশকর্মীরা ৷ বিভিন্ন এলাকার পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন বাজার ও মিউনিসিপালিটি মার্কেটে পরিদর্শন করেন তিনি ৷
প্রদীপকুমার যাদব জানান, "জলপাইগুড়ির বাজার, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি ৷ বাজারে সাধারণ মানুষের জমায়েত কিভাবে কমানো যায় তা নিয়ে চিন্তা ভাবনা আছে। "