পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী শিক্ষাবর্ষ থেকে ঐচ্ছিক বিষয় হিসেবে NCC নিতে পারবে ছাত্রছাত্রীরা - optional subject

বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে এনসিসিতে যোগ দেওয়ার উৎসাহ বেড়েছে ৷ কারণ এনসিসির সার্টিফিকেট থাকলে যে কোনও চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে । তাই প্রতি বছর এনসিসিতে প্রচুর ছেলেমেয়ে যোগ দিচ্ছে । এনসিসি করা থাকলে সেনাবাহিনী,আধা সামরিক বাহিনীর চাকরির ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাওয়া যায় ।

NCC
NCC

By

Published : Jun 24, 2021, 10:37 PM IST

জলপাইগুড়ি, 24 জুন : আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকস্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে এনসিসি (NCC) নিতে পারবে ছাত্রছাত্রীরা । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানান, এনসিসির 61 ব্যাটেলিয়নের (BATELION) কমান্ডিং অফিসার অঞ্জন সেনগুপ্ত ।

জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ায় অবস্থিত এনসিসি অফিসে সাংবাদিক সম্মেলন করে কমান্ডিং অফিসার জানান জলপাইগুড়ি জেলায় 5টি কলেজে ও 11 টি স্কুলে এনসিসির শাখা রয়েছে। জেলায় মোট এনসিসি ক্যাডেট আছে ১৬৪০ জন। NCC ঐচ্ছিক হিসেবে পড়াশোনা করার জন্য UGC এর অনুমোদন নেওয়া হয়েছে ।

তিনি বলেন," আমরা 2 বছর আগে ইউজিসিকে (UGC) প্রস্তাব দিয়েছিলাম । চলতি বছরের মার্চ মাসে ইউজিসি চিঠি দিয়ে জানায় আগামী শিক্ষাবর্ষ থেকে ঐচ্ছিক বিষয় হিসেবে এনসিসি নেওয়া যাবে । "

অঞ্জন সেনগুপ্ত আরও জানান বর্তমানে ছাত্র-ছাত্রীদের মধ্যে এনসিসিতে যোগ দেওয়ার উৎসাহ বেড়েছে ৷ কারণ এনসিসির সার্টিফিকেট থাকলে যে কোনও চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে । তাই প্রতি বছর এনসিসিতে প্রচুর ছেলেমেয়ে যোগ দিচ্ছে । এনসিসি করা থাকলে সেনাবাহিনী,আধা সামরিক বাহিনীর চাকরির ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাওয়া যায় । করোনার আবহে যেহেতু কর্মসংস্থানের সুযোগ কমেছে , তাই সামরিক বাহিনী সহ বেসরকারি সংস্থায় চাকরির ক্ষেত্রে এনসিসি করা প্রার্থীরা কিছুটা এগিয়ে থাকবেন ।

NCC নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়ছে ।

আগে এনসিসি-র পরীক্ষাগুলো এক সঙ্গে হত। বর্তমানে কোভিড-19 সংক্রমণের জন্য আলাদা ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে । জলপাইগুড়ির 61 ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার জানান এই বছর আমাদের এনসিসি ক্যাডেট তন্ময় রায় গভর্নর মেডেল পেয়েছেন । তন্ময় জানিয়েছেন মেডেল পেয়ে সে গর্বিত ।

আরও পড়ুন : ক্ষমতা-মরিয়া শাসক, শিলিগুড়িতে পুরভোটের আগে 100 কোটি টাকার প্ৰকল্প প্রস্তাব

লেফটেন্যান্ট কর্নেল রাজেশ চৌহান জানান আনন্দচন্দ্র কলেজ, ময়নাগুড়ি কলেজ, ফালাকাটা কলেজ, সুকান্ত মহাবিদ্যালয় ও পরিমল মিত্র কলেজে 61 ব্যাটেলিয়নের তত্ত্বাবধানে NCC-র শাখা রয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details