জলপাইগুড়ি, 30 এপ্রিল : দক্ষিণবঙ্গে যখন তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ । চাতক পাখির মতো চেয়ে আছে এক পশলা বৃষ্টির দিকে ৷ ঠিক তার উলটো চিত্র দেখা যাচ্ছে জলপাইগুড়িতে । সোয়েটার গায়ে গুটি গুটি পায়ে ছাত্ররা আসছে স্কুলে (Students put on Sweater in Schools of Jalpaiguri) ৷
গরমের পর এল বৃষ্টি । ফলে স্বস্তির নিঃশ্বাস জলপাইগুড়িতে । আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে যখন তীব্র তাপপ্রবাহ হচ্ছে, সেই জায়গায় উত্তরের জেলাগুলোতে বৃষ্টিতে শীতল আবহাওয়ায় খুশি জলপাইগুড়িবাসী ।