জলপাইগুড়ি, 17 মে : একটানা 2 মাস স্কুল বন্ধ । এর প্রতিবাদে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা । স্কুল খোলার দাবিতে জলপাইগুড়ির ঝাঝাঙ্গিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল তারা ।
2 মাস স্কুল বন্ধ কেন ? মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে ছাত্রছাত্রীরা - summer vacation
একটানা 2 মাস গরমের ছুটির জন্য স্কুল বন্ধ । এর প্রতিবাদে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা ।
এর আগেও ছুটি বাতিলের দাবিতে রাস্তায় নামে একদল স্কুলপড়ুয়া । স্কুল এতদিন বন্ধ থাকলে সিলেবাস কীভাবে শেষ হবে সেই বিষয়ে আশঙ্কিত তারা । অথচ স্কুল খুললে পরীক্ষা আরম্ভ । অনেক পড়ুয়ারই গৃহশিক্ষক নেই । স্কুলই ভরসা । এই অবস্থায় স্কুল বন্ধ থাকলে পড়াশোনার সমূহ ক্ষতি । তাই, স্কুল খোলার দাবিতে গতকাল বেলা 12টা থেকে ঝাঝাঙ্গিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রামভোলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয় ।
পথ অবরোধে সামিল ছাত্রছাত্রীরা সরাসরি স্লোগান তোলে রাজ্য সরকারের বিরুদ্ধে। ক্লাস টুয়েলভের ছাত্র বীজন রায় বলে, "কেন টানা দু'মাস স্কুল ছুটি দেওয়া হল ? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে । সরকারের এই নীতি মানছি না ।" বেশ কয়েকজনের দাবি ছিল, বেসরকারি স্কুলগুলিকে সুবিধা করে দিতেই সরকারি স্কুল 2 মাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ।