পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Catch Python: অজগর ধরতে গিয়ে কামড়, সাপ নিয়ে সোজা হাসপাতালে ছাত্র - Student went to Catch Python

ময়নাগুড়ি ব্লকের ধওলাগুড়িতে মৃন্ময় রায় নামে ওই ছাত্র অজগর ধরতে গিয়ে কামড় খায় (Student went to Catch Python) ৷ পরে অজগরকে ধরে বস্তাবন্দি অবস্থায় নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে ।

Python news
অজগর সাপ ধরতে গিয়ে কামড় খেল ছাত্র

By

Published : Jul 9, 2022, 11:02 PM IST

জলপাইগুড়ি, 9 জুলাই: বাড়ির পাশে অজগর সাপ ধরতে গিয়েছিল এক ছাত্র । তা করতে গিয়েই সাপের কামড় খায় সে । তা জানতে পেরেই সাপ নিয়ে সোজা হাসপাতালে এল ছাত্রের পরিবার (Student went to Catch Python)। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ধওলাগুড়িতে ।

জানা গিয়েছে, মৃন্ময় রায় নামে এক ছাত্র বাড়ির পাশে বাঁশঝাড়ে অজগর সাপ বের হওয়ার খবর পেয়ে সেখানে যায় । জঙ্গলের মধ্যে থেকে সাপটি ধরার চেষ্টা করে বলে অভিযোগ । এরপরেই অজগরের বাচ্চাটি কামড়ে দেয় মৃন্ময়কে । সঙ্গে সঙ্গে সেটিকে ধরে স্থানীয়রাই বস্তাবন্দি করে । এরপরেই সেটিকে বস্তাবন্দি অবস্থায় ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয় ।

আরও পড়ুন:সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা ছাত্রের

ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, "আমাদের কাছে খবর আসে আমগুড়ি ছোবারবাড়ি এলাকায় অজগর সাপ বেরিয়েছে । আমাদের টিমের সদস্যরা যাওয়ার আগেই এলাকার এক নাবালক সাপটি ধরে । এরপরেই সাপটি ছাত্রটির হাতে কামড়ে দেয় । এরপর হাসপাতালে এসে দেখি সাপটিকে নিয়ে হাসপাতালে আসা হয়েছে । আমরা ডাক্তারকে বলেছি, এই সাপটি বিষধর নয় । তবে নাবালক ছেলেটির সাপ ধরার চেষ্টা করা উচিত হয়নি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details