জলপাইগুড়ি, 9 জুলাই: বাড়ির পাশে অজগর সাপ ধরতে গিয়েছিল এক ছাত্র । তা করতে গিয়েই সাপের কামড় খায় সে । তা জানতে পেরেই সাপ নিয়ে সোজা হাসপাতালে এল ছাত্রের পরিবার (Student went to Catch Python)। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ধওলাগুড়িতে ।
জানা গিয়েছে, মৃন্ময় রায় নামে এক ছাত্র বাড়ির পাশে বাঁশঝাড়ে অজগর সাপ বের হওয়ার খবর পেয়ে সেখানে যায় । জঙ্গলের মধ্যে থেকে সাপটি ধরার চেষ্টা করে বলে অভিযোগ । এরপরেই অজগরের বাচ্চাটি কামড়ে দেয় মৃন্ময়কে । সঙ্গে সঙ্গে সেটিকে ধরে স্থানীয়রাই বস্তাবন্দি করে । এরপরেই সেটিকে বস্তাবন্দি অবস্থায় ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয় ।