পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে সাপের ছোবল ছাত্রীকে ধূপগুড়ি, 5 অগস্ট:পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে সাপের ছোবলে অসুস্থ ছাত্রী । স্কুলের তরফে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে । অসুস্থ পরীক্ষার্থীর নাম সোয়া আখতার ৷ স্বাভাবিকভাবেই ঘটনায় সাপের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি গার্লস হাইস্কুল ছাত্রীদের মধ্যে। নিরাপত্তাহীনতার অভিযোগও উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷
ছাত্রীর দিদি সোহানা আখতার বলে, "আমি আলাদা ক্লাসে পরীক্ষা দিচ্ছিলাম ৷ আর আমার বোন আলাদা ক্লাসে পরীক্ষা দিচ্ছিল ৷ ওকে সাপে ছোবল মারে ৷ পাশের ক্লাস থেকে একজন এসে আমাকে সে কথা জানায় ৷ তারপর স্কুল থেকে ব্যবস্থা করে দেওয়া হলে আমরা বোনকে নিয়ে হাসপাতালে আসি ৷" পড়ুয়ার মামা জানান, আমার ভাগ্নি পরীক্ষা দিতে এসেছিল স্কুলে ৷ সেসময় তাকে সাপে ছোবল মারে বলে জানা গিয়েছে ৷ এখন তার হাসপাতালে চিকিৎসা চলছে ৷
জানা গিয়েছে, শনিবার দশম শ্রেণির ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান পরীক্ষা চলছিল স্কুলে ৷ সে সময় পরীক্ষারত সোয়া নামে ওই পরীক্ষার্থীর পায়ে ছোবল বসায় সাপটি ৷ এমনটাই দাবি করে ওই পড়ুয়া । এরপর অসুস্থ বোধ করায় ওই ছাত্রীকে স্কুলের তরফে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে যাওয়ার পাশাপাশি তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় ৷ মেয়েটির সঙ্গে একই স্কুলে পড়ে তার দিদি ৷ সেও তার সঙ্গে হাসপাতালে আসে ৷ মেয়েটির বাকি পরিবারও হাসপাতালে এসে পৌঁছয়। পরিবারের তরফে জানা গিয়েছে, চিকিৎসক পড়ুয়াকে দেখেছেন ৷ রক্তের নমুনা নেওয়া হয়েছে এবং নমুনা পরীক্ষার পর বলা যাবে তার শরীরে বিষ রয়েছে কি না ৷ তাকে আদৌ সাপে কামড়েছে কি না, তাও বোঝা যাবে রিপোর্ট আসার পরই ৷
আরও পড়ুন:জলপাইগুড়ির স্কুলে গিজগিজ করছে গোখরো সাপের বাচ্চা, আতঙ্কিত পড়ুয়ারা
স্কুলের শিক্ষাকর্মী বিষ্ণু রায় জানান, ঘটনা জানার পর তড়িঘড়ি ওই ছাত্রীর অপর ক্লাস রুমে থাকা বোনকে ডেকে নিয়ে আসা হয় ৷ তারপরই ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে চিকিৎসককেও দেখিয়েছে । সাপটি বিষহীন না বিষধর, তা নিয়ে সন্দেহ রয়েছে । হাসপাতালে ছাত্রীর চিকিৎসা শুরু হয়েছে । দিনভর তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।