পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Death in Jalpaiguri: উচ্চমাধ্যমিকে ফেল করায় সম্পর্ক ভেঙে দেবেন প্রেমিক, সেই আশঙ্কায় আত্মঘাতী ছাত্রী! - আত্মঘাতী ছাত্রী

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করেছেন জলপাইগুড়ির অঙ্কিতা সাহা ৷ আর ফেল করায় প্রেমিক সম্পর্ক ভেঙে দেবে ৷ সেই কারণে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করল পরিবার ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Student Death in jalpaiguri ETV BHARAT
Student Death in jalpaiguri

By

Published : May 26, 2023, 10:09 PM IST

উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ হওয়ার পর আত্মঘাতী জলপাইগুড়ি !

জলপাইগুড়ি, 26 মে: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করলে আর সম্পর্ক থাকবে না ৷ এমনই শর্ত দিয়েছিলেন প্রেমিক ৷ আর পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায়, অনুত্তীর্ণ হয়েছেন বছর 19-এর ওই ছাত্রী ৷ যার পরেই বৃহস্পতিবার রাতে অঙ্কিতা সাহা নামে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ৷ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার ৷ পুলিশ আত্মহত্যাত প্ররোচনার অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বাসিন্দা অঙ্কিতা সাহা ৷ এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন ৷ সম্প্রতি তাঁর প্রেমিক জানিয়ে দেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করলে সম্পর্ক ভেঙে দেবেন তিনি ৷ পুরো বিষয়টি অঙ্কিতা তাঁর বোনকে জানিয়েছিলেন ৷ গত বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর দেখা যায় অঙ্কিতা সত্যিই ফেল করেছেন ৷ এর পরেই সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কায় ভেঙে পড়েন তিনি ৷ রাতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন ৷

পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত ঘটনা করেন ৷ পরিবারের তরফে দাবি করা হয়েছে, ওই যুবকের সম্পর্ক ভেঙে দেওয়ার হুঁশিয়ারির কারণেই অঙ্কিতা আত্মহত্যা করেছে ৷ এমনকি অঙ্কিতার মোবাইল ফোনে যুবকের সঙ্গে কথোপকথন রয়েছে বলে দাবি করেছেন তাঁরা ৷ পুরো বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন:ফের দেহ উদ্ধার, তিনদিনে 3 মাধ্যমিক ছাত্রীর আত্মহত্যা পুরুলিয়ায়

পুলিশ সূত্রে খবর, মেয়েটি প্রথমে হাতের শিরা কাটার চেষ্টা করে ৷ সেক্ষেত্রে ব্যর্থ হলে, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি ৷ তবে, এ নিয়ে পুলিশের তরফে সরাসরি কোনও তথ্য দেওয়া হয়নি ৷ দেহ আপাতত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ মৃত অঙ্কিতা সাহার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ৷ সেখানে তাঁর এবং অভিযুক্ত যুবকের মেসেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details